• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ক্রিকেট মাঠে আগুন, ভয়ে ছিটকে গেলেন ফিল্ডার 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০১:২৯ পিএম
ক্রিকেট মাঠে আগুন, ভয়ে ছিটকে গেলেন ফিল্ডার 
কারান ও পন্টিং । ছবি: সংগৃহীত

বিগ ব্যাশের ম💫্যাচে খেলতে গিয়ে বাউন্ডারি সীমানায় আগুনের শিখা দেখে꧅ ভয়ে ছিটকে যান ইংলিশ খেলোয়াড় টম কারান। আর সেটা দেখে হেসে লুটোপুটি খেলেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। 

বিগ ব্যাশের এবারের আসরে দাপট অব্যাহত রেখেছে সিডনি সিক্সর্স। দ্বিতীয় ম্যাচেও জয় পেল তারা। সোꦇমবার ৬ উইকেটে পরাজিত করেছে হোবার্ট হারিকেনসকে। ড্যানিয়েল হিউজের গোছানো একটি ইনিংস এবং অধিনায়ক টম কারানের দুর্দান্ত একটি স্পেলেই এই জয় এসেছে। 

তবে এদিনের ম্যাচে সিডনি সিক্সার্সের বোলার টম কারানকে ঘিরে ঘটে একটি হাস্যকর ঘটনা। ম্যাচের ১৩তম ওভার চলাকালে বাউন্ডারি মারেন হোবার্টের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। বাউন্ডারি লাইন থেকে বল তুলতে যাওয়ার সময় হঠাৎ আগুনের শিখা জ෴্বলে ওঠে, যা দেখে লাফিয়ে প⛦ড়েন কারান। 

এই দৃশ্য দেখে কমেন্ট্রি বক্সে বসে হাসতে থাকে সাবেক অজি তারকা ব্যাটার পন্টিং। তাকে বলতে শোনা যায়, ‘সবাই টম কারানকে দেখো। কীভাবে ভয় পেয়ে লাফিয়ে উঠেছে।’ সম্ভবত, আতশবাজির কারণেই𓂃 এটা ঘ♏টেছে। 

পন্টিꦓংয়ের মন্তব্যে হাসিতে লুটিয়ে পড়েন বাকি ধারাভাষ্যকাররাও । প্রসঙ্গত ১৭ ওভারে টম কꦫারানের বলেই আউট হন কোরি অ্যান্ডারসন।

Link copied!