• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোয়ার্টারের আগেই বিদায় মেসিহীন মায়ামির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ১২:৩৯ পিএম
কোয়ার্টারের আগেই বিদায় মেসিহীন মায়ামির
মেসিদের দলকে হারিয়ে উল্লসিত কলম্বাস ক্রুর খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

মেসি ছাড়া ইন্টার মায়ামি যে একেবারেই দূর্বল দলে পরিনত হয়, তার প্রমাণ মিললো। গেল মৌসুমে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি পেয়েছিলেন লিগস কাপ। ১০ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚ গোল করে হয়েছিলেন টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা, সেইসঙ্গে পেয়েছিলেন আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। আর মেসি যখন অতিমানবীয়, দলের সাফল্য তখন অবধারিত।

লিওনেল মেসি শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকে ক্লাব ইতিহাসের প্রথম ট্রফিটা এনে দিয়েছ𒁏িলেন। তবে এবারে মেসি নেই লিগস কাপে। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে চোট পেয়েছিলেন এলএমটেন। সেখান থেকে আর সেরে ওঠা হয়নি তার। লিগ🌃 কাপের রাউন্ড অব সিক্সটিনে ইন্টার মায়ামিও হেরেছে তারকা এই ফুটবলারের অনুপস্থিতিতে।

মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে মায়ামি। ২-🍸০ গোলে এগিয়ে থেকেও এদিন লিড হারিয়েছে মায়ামি। কলম𒁏্বাসের দুর্দান্ত প্রত্যাবর্তন তাদের ছিটকে দেয় ম্যাচ থেকে।

প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের ১০ম মিনিটে করা গোলে এগিয়ে যায় মায়ামি। ব্যবধান তারা দ্বﷺিগুণ করে ৬২ মিনিটে। আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ নাম ওঠান স্কোরশিটে। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় কলম্বাস। ৬৭ মিনিটে  যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে।

এদিকে লিওনেল মেসি ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখন পর্যন্ত অনিশ্চয়তায় আটকানো। ক্লাবের সূত্রে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, চোটে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্🙈ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। যদিও ধারণা করা হচ্ছে, আগস্টের শেষদিকে ঠিকই মাঠে দেখা যাবে মেসিকে।

Link copied!