ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী ফুটবল ক্লাব প্যারিস❀ সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে বিদায়ের আগে সপ🙈রিবারে জাঁকজমকপূর্ণ এক পার্টি করেছেন কিলিয়ান এমবাপে। গত সোমবার প্যারিসের নিকটবর্তী একটি বিলাসবহুল রেস্টুরেন্টে এই পার্টির আয়োজন করেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা।
এমবাপের এই পার্টিতে ছিলেন প্রায় ২৫০ জন অত⛦িথি। পিএসজি তারকার বাবা-মা, 💝ভাইবোনের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের সতীর্থ ও স্টাফরা।
তবে এই অনুষ্ঠানে ছিলেন না পিএসজি কোচ লুইস এনরিকে। চলতি মৌসুমের শেষ ম্যাচে এমবাপেকে দলে নেননি এই কোচ। এমনকি আগামী শনিবার ফেঞ্চ কাপের ফাইনালে ♈লিঁওর বিপক্ষে এ🐲মবাপেকে একাদশে রাখা হবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে।
পার্টিতে নিমন্ত্রণ জানানো হয়েছিল ফ্রান্সের পꦍ্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও ক্লাবপ্রধান নাসের আল খেলাইফিকেও। তবে তাদের 💛কেউই উপস্থিত হননি।
মৌসুম শেষ হলেই পিএসজি🎐 থেকে বিদায় নেবেন এমবাপে। ইতিমধ্যেই সে ঘোষণাও দিয়ে ফেলেছেন তিনি। তবে পিএসজি ছেড়ে কো𓆏নো ক্লাবে যোগ দেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এমবাপে। আশা করা হচ্ছে, লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেবেন ফরাসি এই তারকা।
সোমবারের ওই পার্টি শ൲েষে এমবাপের মা ও এজেন্ট ফায়জা লামারিকে জিজ্ঞেস করা হয়, পিএসজির ♎পর কোন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন তার ছেলে।
জ♓বাবে এ♒মবাপের মা বলেন, ‘আপনার ইতোমধ্যে এর সবকিছু জানেন।’
এমবাপের মায়ের কথায় এটি নিশ্চিত করেই বলা যায়, রিয়ালের জার্সিতেই পরের মৌসুমে এ💧মবাপেকে দেখ💞া যাবে।