কাতার বিশ্বকাপ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার পেলে। এরপর ২৯ ডিসেম্বর পরপারে ꦰপাড়ি জমিয়েছেন তিনি। বিশ্বকাপের পর প্রথমবারের মতো রোববার (২৬ মার্চ) মাঠে নামবে ব্রাজিল। এই মཧ্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। ম্যাচটিতে তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে এ ম্যাচে তাই স্মরণ করতে বেশ কিছু আয়োজন করেছে ব্রাজিল।
১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন পেলে। ফুটবলের ‘কালোমানিক’ খ্যাত পেলের জ🐬ন্য ম্যাচের আগে এক মিনিট সম্মান প্রদর্শন করবে দুই দল। এ সময়ে বিজ্ঞাপনের হোর্ডিং বোর্ডেও শোভা পাবে পেলের ছবি।
এখানেই শেষ নয়, ব্রাজিল দলের জার্সিতে নীচের দেখা লেখা থাকবে পেলের নাম। পুরো আয়োজন নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজ বলেছেন, “পেলে সর্বকালের সেরা ফুটবলার এবং সিবিএফ তাঁকে সব সময়ই স্💦মরণে রাখবে। এটা তাঁর প্রাপ্য। আমার (সভাপতি মেয়াদ) মেয়াদে পেলেকে সব সময়ই স্মরণ করা হবে।”
মরক্কোর বিপক্ষে এ ম্যাচꦿে ব্রাজিল পাচ্ছে না নেইমারকে। ফরাসি ক্লাব পিএসজির হয়ে খেল🅘ার সময়ে পাওয়া চোট তাকে ছিটকে দিয়েছে পুরো মৌসুম থেকেই। তার ১০ নম্বর জার্সি পড়ে এই ম্যাচে মাঠে নামবেন রদ্রিগো।
গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাদ পড়েছিল ব্রাজিল। এরপর তিতে কোচের দায়িত্ব ছাড়ার পর থেকেই কোচশূন্য দলটি। আপাতত অন্তর্বর্তীকাল🅘ীন কোচের দায়িত্ব পালন করছেন র্যামন মেনেজেস।
এর মধ্যে বেশ কয়েকজনকে ন🃏িয়ে ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। তবে তাদের কাউকেই নিয়োগ দেয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ল্যান্সের’র প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মাঝামাঝিতে পূর্ণ মেয়াদে নতুন কোচ নিয়োগ দিতে পারে সিবিএফ।