চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে পাকিস্তান মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। শনিবার (১১ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে বাংলꦚাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
এই ম্যাচে🌟 মাঠে নামার আগে ইংল্যান্ড ꦗদলে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে বাবর আজমের দলে এইটি পরিবর্তন রয়েছে। পাকিস্তান একাদশে সহ-অধিনায়ক শাদাব খান ফিরেছেন পেসার হাসান আলির পরিবর্তে।
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (🤪অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
ইংল্যান্ড একাদশ
জনি বে🅰য়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ𓆉্যাটকিনসন ও আদিল রশিদ।