কথা ছিল, ༺ম্যাচটিতে জয় পেলেই শিরোপা জয়ের উৎসব করবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু ছয় গোলের থ্রিলার ম্যাচে ফ্রান্সের সবচেয়ে শক্তিশালী ফুটবল দলটিকে ৩-৩ গোলে রুখে দিয়েছে রেলিগেশনের শঙ্কায় থাকা লে হ্যাভর। এতে লিগ ওয়ানের ১২তম শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো পিএসজির।
চলতি মৌসুমে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করতে পারতো পিএসজি। কারণ, প্যারিসের ক্লাবটি ১২ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে আছে। তা🐼দের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোনাকোর পয়েন্ট ৫৮।
লে হ্যাভরের বিপক্ষে জিততে পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যেতো পিএসজির। জয় তো পরের বিষয়, এই ম্যাচে হারতেই বসেছিল লুইস এনরিকের দল। অতিরিক্ত সময়ের পঞ্চ💎ম মিনিটে♓ যদি গনকালো রামোস গোল না করতেন, তাহলে তো হারতেই হতো কিলিয়ান এমবাপেদের। তবে শেষ পর্যন্ত অন্তত ১ পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে পিএসজি।
শনিবার রাতে পিএ𒉰সজির ঘরের মাঠে গোল উৎসবের শুরুটা করে হ্যাভর। ১৯ মিনিটে ক্রিস্টফার ওপেরির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী দল। এর ১০ মিনিট পর ব্রাডলি বারকোলার গোলে ১-১ সমতায় ফেরে পিএসজি।
৩৮ মিনিটে আবারও গোল হ্যাভরের। এবার অতিথিদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন আন্দ্রে অ্যাইউ। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬১ মিনিটে আবদৌলায়ে তৌরির๊ পেনাল্টি থেকে করা গোলে ৩-১ ব্যবধান এগিয়ে যায় হ্যাভর।
৭৮ মিনিটে আশরাফ হাকিমির গোলে ব্যবধান কমিয়ে (৩-২) আনে পিএসজি। এরপর ৯৫ মিনিটে রামোসে📖র গোলে꧂ ৩-৩ সমতায় ফেরে স্বাগতিকরা।