আইপিএলের চলতি আসরে দুই ম্যা🐓চ খেলেছে চেন্নাই সু♌পার কিংস। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে পেয়েছে জয়ের স্বাদ। তবে কোনো ম্যাচেই বোলারদের পারফর্মেন্স নিয়ে সন্তষ্ট হতে পারেননি দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয় ম্যাচ শেষে তো একপ্রকার অধিনায়কত্ব ছাড়ারই হুমকি দিয়ে রেখেছেন।
দ্বিতীয় ম্যাচে লক্ষন💃ৌর বিপক্ষে ২০ ওভারে ২০৫ রান দিয়েছে চেন্নাইয়ের বোলাররা। যেখানে ১৮ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। এর আগের ম্যাচে চেন্নাইয়ের অতিরিক্ত খাতে দেওয়া রানের সংখ্যা ছিল ১২। মূলত অতিরিক্ত খাতে এত রান দেওয়া নিয়েই বোলারদের উপর চরম বিরক্ত ধোনি। বিশেষ করে পেস বোলারদের উপর যত ক্ষোভ তার।
দ্বিতীয় ম্যাচ শেষে ধোনি জানিয়ে দেন, বোলারদের অতিরিক্ত রান দেও﷽য়া বন্ধ করতে হবে না হয় অন্য অধিনায়কের অধীনে খেলতে হবে। তিনি বলেন, "পেস বোলারদের উন্নতি করতে হবে। পরিস্থিতি অনুযায়ী বল করতে হবে। প্রতিপক্ষ বোলাররা কি করছে সেদিকে লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ। তাদের অবশ্যই নো বল বা ওয়াইড দেওয়া বন্ধ করতে হবে। সেটা না হলে তাদের অন্য অধিনায়কের অধীনে খেলতে হবে। এটা দ্বিতীয় সতর্কবার্তা এরপর আমি ছেড়ে দিবো (অধিনায়কত্ব)।"
সোমবার (৩ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারিয়েছে ১২ রানে হারিয়ে চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা। এদিন আগে ব্যাটিং করে ২১৭ রানের পাহাড়সম সংগ্রহ পায় চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে ২০৫ রানে থামে লক্ষ্ণৌ। ༺এই ম্যাচেই প্তম ব্যাটার হিসেবে আইপিএলে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ধোনি।