• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টি-টোয়েন্টি বিশ্বকাপ

ব্যর্থ নামিবিয়া, সুপার টুয়েলভে নেদারল্যান্ডস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২, ০৫:৩৪ পিএম
ব্যর্থ নামিবিয়া, সুপার টুয়েলভে নেদারল্যান্ডস

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে উঠে নজর কেড়েছিল নামিবিয়া। এবারের আসরে অবশ্য সেই রূপকথা🍎র জন্ম দিতে পারেনি। শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা নামিবিয়া পরের দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো। শেষ ম্যাচে আরব আমিরাতের কাছে তাদের হার ৭ রানে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) জিলংয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ꩵআরর আমিরাত। প্রথম দুই ম্যাচ হারায় প্রাথমিক পর্ব থেকে তাদের বিদায় আগে থেকেই নিশ্চিত ছജিল। আনুষ্ঠানিকতার ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল আরব আমিরাত।

এই ম্যাচে শুরু থেকেই ধীরগতির ব্যাটিংয়ে মগ্ন ছিল আরব আমিরাত। অব𝓡শ্য এর চেয়ে ব্যাটারদের চেয়ে ধীরগতির আউট ফিল্ডের দায় অনেক বেশি। ধীরগতির শুরুর পরও শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৮ রান।

🅰আরব আমিরাতের হয়ে ৪১ বলে ৫০ রান করেন মুহাম্মদ ওয়াসিম। এছাড়াও অধিনায়ক সিপি রিজওয়ান ২৯ বলে করেন ৪৩ রান। শেষ দিকে বাসিল হামিদ ১৯ বলে ২৫ রানের ক্যামিও ജইনিংস।

১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নামিবিয়ার শুরুটা মোটেও ভালো ছিল না। দলীয় ৪৬ রানেই দলটি হারায় ৫ উইকেট। পরে অবশ্য কিছুটা স্থিতি আসে দলটির ব্যাটিং লাইন আপে। ডেভিড ওয়াইস ও রুবেল ট্রাম্পেলম্যানের ৪৪ বলে ৭০ রানের জুটিতে জয়ের ইঙ্গিত দিচ্ছিলো দলটি। শেষ পর্যন্ত অবশ্য জয়ের বন্দরে ভেড়া হয়নি তাদের। তারা শেষ পর্যন্ত থেমেছে ৮ উইকেটে 🍒১৪১ রানে।

প্রাথমিক পর্বে রানার্স আপ হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করলো নেদারল্যান্ডস। সুপার টুয়েলভে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে এই নেদ🌠ারল্যান্ডস। হোবার্টের বেলেরিভ ও𒅌ভালে হবে এই ম্যাচটি।

Link copied!