সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে উঠে নজর কেড়েছিল নামিবিয়া। এবারের আসরে অবশ্য সেই রূপকথার জন্ম দিতে পারেনি। শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা নামিবিয়া পরের দুই ম্যাচে হেরে গ্ꦍরু꧒প পর্ব থেকেই বিদায় নিলো। শেষ ম্যাচে আরব আমিরাতের কাছে তাদের হার ৭ রানে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) জিলংয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আরর 🗹আমিরাত। প্রথম দুই ম্যাচ হারায় প্রাথমিক পর্ব থেকে তাদের বিদায় আগে থ꧃েকেই নিশ্চিত ছিল। আনুষ্ঠানিকতার ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল আরব আমিরাত।
এই ম্যাচে শুরু থেকেই ধীরগতির ব্যাটিংয়ে মগ্ন ছিল আরব আমিরাত। অবশ্য এর চেয়🦂ে ব্যাটারদের চেয়ে ধীরগতির আউট ফিল্ডের দায় অনেক বেশি। ধীরগতির শুরুর পরও শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৮ রান।
আরব আমিরাতের হয়ে ৪১ বলে ৫০ রান করেন মুহাম্মদ ওয়াসিম। এছাড়াও🌠 অধিনায়ক সিপি রিজওয়ান ২৯ বলে করেন ৪৩ রান। শেষ দিকে বাসিল হামিদ ১৯ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস।
১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নামিবিয়ার শুরুটা মোটেও ভালো ছিল না। দলীয় ৪৬ রানেই দলটি হারায় ৫ উইকেট। পরে অবশ্য কিছুটা স্থিতি আসে দলটির ব্যাটিং লাইন আপে। ডেভিড ওয়াইস ও রু🧸বেল ট্রাম্পে🧔লম্যানের ৪৪ বলে ৭০ রানের জুটিতে জয়ের ইঙ্গিত দিচ্ছিলো দলটি। শেষ পর্যন্ত অবশ্য জয়ের বন্দরে ভেড়া হয়নি তাদের। তারা শেষ পর্যন্ত থেমেছে ৮ উইকেটে ১৪১ রানে।
প্রাথমিক পর্বে রানার্স আপ হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করলো নেদারল্যান্ডস। সুপার টুয়েলভে প্রথম ম্যাচে বাং🌞লাদেশের প্রতিপক্ষ হবে এই নেদারল্যান্ডস। হোবার্টের বেলেরিভ ওভালে হবে এই ম্যাচটি।