• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাঁদলেন মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৯:৪৩ এএম
কাঁদলেন মেসি

প্রথমার্ধের ৩৫ মিনিটেই চোট পেয়েছিলেন। দৌড়াতে গিয়ে আবার পুরোনো জায়গাতেই চোট পেলেন লিওনেল মেসি। ৬৬ মিনিটে তাই মাঠ ছাড়তে হলো আর্জেন্টিনার অধিনায়ক লিꦜওনেল মেসিকে। তাই নির্ধারিত সময়ের ২৪ মিনিট আগে মাঠ ছাড়েন মেসি।

মেসিকে এভাবে আগে কখনো দেখা 𝓰যায়নি। রিজার্ভ বেঞ্চে বসেই হাউমাউ করে কেঁদে ফেললেন তিনি। চোখ বেয়ে গড়িয়ে এসেছিল পানি। কোনোমতে দু’হাত চাপা দিয়ে আটকালেও নিজেকে সামলাতে পারলেন না। পায়ের গোড়ালি অনেকটাই ফুলে গিয়েছে তার।

চোট নিয়ে মাঠ ছেড়ে যান লিওনেল মেসি

মেসিকে উঠিয়ে নেওয়ার ৪ মিনিট পর মন্তিꩲয়েলকেও তুলে নেন লিওনেল স্কালোনি। মে🌼সিকে ছাড়া আর্জেন্টিনার খেলা একটু ছন্নছাড়া লাগছে। 

আক্রমণ হচ্ছে কিন্তু ত🐷া দানা বাঁধছে না। এবার আর্জেন্টিনাও পাল্টা মারꦬের রাস্তা নিয়েছে। ফলে অনেক ফাউল হচ্ছে।

দর্শক-বিশৃঙ্খলার কারণে প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট দেরিতে শুরু হওয়া আর্জেন্টিনা–কলম্বিয়া ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটেও ছিল নানা নাটকীয় ঘটনা। চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়কের জায়গায় মাঠে নামা নিকো গঞ্জালেস বল জাল♎ে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকা ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

Link copied!