• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সর্বাধিক ৯৪ ফাউল করা কলম্বিয়া পেল ‘ফেয়ার প্লে’ পুরস্কার!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৪:৫৬ পিএম
সর্বাধিক ৯৪ ফাউল করা কলম্বিয়া পেল ‘ফেয়ার প্লে’ পুরস্কার!
কলম্বিয়া ফুটবল দল। ছবি : সংগৃহীত

কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ১৬তম বারের মতো কোপা আমেরিকা ফুটবলের শির꧟োপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।

ম্যাচের ১১২তম মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজের গোলেই জয় নিশ্চিত হয় মেসিদের। মার্টিনেজ পাঁচটি গোল করে গোল্ডেন বুটের অ্যাꦍওয়ার্ড জিতেছেন।

এদিকে সবাইকে অবাক করে দিয়ে টুর্নামেন্টের ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ পেয়েছে রানার্সআপ কলম্বিয়া। ক꧅লম্বিয়ার এই পুরস্কার পাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে যারা টুর্নামেন্টের ৬ ম্যাচে ৯৪টি ফাউল করেছে তার কিভাবে এই পুরস্কার পেল।

সাধারণত টুর্নামেন্টের এই পুরস্কার দেয়া হয় মূলত শৃঙ্খলা মেনে ভালো ফুটবল খেলার জন্যই। অথচ সেই পুরস্কার কিনা দেয়া হয়েছে প্রতিপক্ষকে শরীর দিয়ে𝓀 কাবু করা🍌 একটি দলকে।

গ্রুপ পর🌠্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ে বিপক্ষে তারা ফাউল করে ১০টি, এরপর কোস্টারিকা ও ব্রাজিলের বিপক্ষে সমান ১৯টি করে। কোয়ার্টার ফাইনালে পানামার বিপক্ষে ১৫টি, সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে করে ১৩টি 🔴ফাউল। সবশেষ ফাইনালে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ফাউল করে ১৮টি।

টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক ফাউꦬল করেছে উরুগুয়ে ৮৯টি। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৬১টি এবং ব্রাজিল করেছে ৫৫টি ফাউল।

কোপার এবারের আসরে সর্বাধিক ফাউল করা এবং দ্বিতীয় স🌜র্বাধিক হলুদ কার্ড দেখা এই দল কীভাবে এমন পুরস্কার জিতেছে তাই সে প্রশ্ন উঠছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কলম্বিয়া এই পুরস্কার পাওয়ার পর নিয়ে অনেকে রসিকতা করছেন। কেউ কেউ বলছেন, সান্ত্বনা দেয়ার জন্যই💫 এমন পুরস্কারের ব্যবস্থা রেখেছে কনমেবল।

Link copied!