• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নারী ফুটবল বিশ্বকাপ

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কলম্বিয়ার জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ১২:২৯ পিএম
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কলম্বিয়ার জয়

ফিফা নারী ফুটবল বিশ্বকাপে দক্ষিণ🌜 কোরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ꦦকলম্বিয়া।

কলম্বিয়ানরা শুরু থেকেই ম্যাচে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে। তারা ম্যাচের ৫৮ শতাংশ বল দখলে রেখেছিলো। শট নেওয়ার দিক থেকে বেশ পিছিয়ে ছিলো এশিয়ার দলটি। কলম্বিয়ার গোলমুখে মাত্র ৫টি শট নিতে পেরেছে তরা। বিপরীতে দক্ষিণ আমেরিকার দলটি শট 🌼নিয়েছে ১৭টি, যার মধ্যে অন টার্গেট শট ছিলো ৫টি।

দক্♚ষিণ কোরিয়া 💟৫-৩-২ ফরমেশনে মাঠে নামে। তারপরও আটকাতে পারেনি কলম্বিয়াকে। লাতিন খেলোয়াড়দের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ।

কলম্বিয়াকে গোলের দেখা পেতে ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ডি-বক্সের ভেতরে কলম্বিয়ার এম ভ্যানেগাসের জোরালো শট গিয়ে কোরিয়ার খেলোয়াড় সিও ইওন শিমের হাতে লাগে। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টি দিয়ে দেন। পেনাল্টি পেয়ে💫 গোল করতে ভুল করেননি ক্যাটালিনা সিমে। তার গোলে কলম্বিয়া ১-০ গোলের লিড নেয়।

দ্বিতীয় গোলের দেখা পেতে বেশি সময় অপেক্ষ করতে হয়নি ল্যাটিন দেশটিকে। ম্যাচের ඣ৩৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট করেন লিন্ডা কাইসেডো। বলটি দক্ষিণ কোরিয়ার গোলকিপারের হাতে লেগেও ঢুকে 🦄পড়ে জালে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কোরিয়া সুযোগ পায় ব্যবধান🍒 কমানোর। কিন্তু কলম্বিয়ান গোলকিপার পেরেজ বা🐻ঁধা হয়ে দাঁড়ান। এতে প্রথম হাফে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় দক্ষিণ কোরিয়া।

বিরতি থেকে ফিরে এসে গোলের সুযোগ তৈরি করতে থ🃏াকে এশিয়ার দলটি।💛 কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। 

Link copied!