কলম্বিয়ার অপরাজেয়-যাত্রা অব্যাহত রইলো টানা ২৭ ম্যাচ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১♛ ড্র করার পর চলতি কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে 🉐তারা হারিয়েছে পানামাকে।
যুক্🏅তরাষ্ট্রের স্টেট ফার্ম স্টেডিয়ামে পানামাকে ৫-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কলম্বিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।
লড়াইয়ে আলো ছড়িয়েছেন কলম্বিয়ꦚার তারকা হামেস রদ্রিগেজ। পাঁচ গোলের মধ্যﷺে দুটিতে তার অ্যাসিস্ট, একটি গোল করেছেন নিজেই।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কলম্বিয়া। অষ্টম মিনিট♎ে হামেস রদ্রিগেজের কর্নার থেকে হেডে গোল করেন জন করডোভা। ১৫তম মিনিটে পেনাল্টি থেকে রদ্রিগেজ নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
দুই গোলে পিছিয়ে পড়ে এরপর একের পর এক আক্রমণ করে পানাম✨াꦿ। কিন্তু সাফল্যের দেখা পায়নি।
এরই মধ্যে প্রথমার্ধের শেষদিকে আরও এক গোল করে কলম্বিয়া। রদ্রিগেজ 🦋সেট পিস থেকে বল বানিয়ে দেন লুইস দিয়াজকে। দিয়াজ বক্সের বাইরে থেকে জোরালো এক শটে ৩-০ কর♏েন।
৭০ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দারুণ এক গোল করে ব্যবধান ৪-০ করে ফেলেন রিচার্🐬ড রিউস।
চার গোল হজম করার পর𝓰ও কলম্বিয়ার বক্সে আক্রমণ চালিয়েছে পানামা। কিন্তু বারবার তারা ভুগেছে ফিনিশিংয়ের ব্যর্থতায়।
সান্তিয়াগো আরিয়সকে পেন🙈াল্টি এরিয়ায় শক্ত ফাউল করে হলুদ কার্ড দেখেন হোসে করডোবা। পেনাল্টিতে মিগুয়েল বরইয়া ডান পায়ের শটে গোল করলে ৫-০ ব্যবধানের বড় হার নিয়েই বিদায় নেয় পানামা।