বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কো𝐆চ হিসেবে আর থাকছেন না অ্যালান ডোনাল্ড। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে🎐ছেন ডোনাল্ড নিজেই।
এর আগে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সবশেষ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসের ব☂িপক্ষে সাকিব আল হাসানের টাইমড আউটের আবেদনের সমালোচনা করেন তিনি। সেখানে ডোনাল্ড বলেছেন, ‘‘আমি ক্রিকেট মাঠে এমন কিছু দেখতে চাই না।’’
এদিক⛦ে টিম ম্যানেজমেন্টের সদস্য হয়েও দলের এমন সমালোচনা করায় বিসিবি ডোনাল্ডকে লিখিতভাবে তাদের অসন্তোষের কথা জানিয়েছে। এই ঘটনার একদিন পরেই বিসিবির চাকরি ছাড়ার ঘোষণা দিলেন ডোনাল্ড।
ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং কোচ হয়েছিলেন গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। তার অধীনে বাংলাদেশ দলের পেস আক্রমণের উন্নতি ছিল প্রশংসনীয়। তাসকিন–ইবাদত–মোস্তাফিজ–হাসানদের সঙ🦋্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তার অসাধারণ।
এ ছাড়াও বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনও। ২০১৮ সালে বাংলাদেশ দলের দায়িত🐟্ব নেওয়া এই ভারতীয় গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্য🐼মে দায়িত্ব ছাড়ার কথা জানান।
এ মাসেই চুক্তি শেষ হবে বাংলা🌳দেশ দলের🦄 কোচিং স্টাফের আরও তিন সদস্যের। তাদের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।