বছরের শেষদিনটা ভালো কাটলো না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। এভারটনের বিপ☂ক্ষে ১-১ গোলের ব্যবধানে ড্র করে হোঁচট খেয়েছে ক্লাবটি। তবে ঠিকই গোল পেয়েছেন আরলিং হল্যান্ড।
তবে তার এনে দেওয়া লিড ধরে 🙈রাখতে পারেনি সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে গোল হজম করে ঘ𒁃রের মাঠে এভারটনের বিপক্ষে পয়েন্ট খোয়ালো বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় সিটি। গোছানো ফুটবলে আক্রমণে ওঠার পর ডান দিক থেকে রিয়াদ মাহরাজের বাড়ানো বলে নিখুঁত শটে সিটি💫কে লিড এনে দেন হল্যান্ড।
বিশ্বকাপের বিরতি﷽ত⭕ে অনেকদিন মাঠের বাইরে থাকলেও হল্যান্ডের পায়ে মোটেও মরিচা ধরেনি। এই গোলে প্রিমিয়ার লিগের অভিষেক মৌসুমে ১৫ ম্যাচে ২১ গোল হয়ে গেল তার।
বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছꦜিল সিটি। কিন্তু ৪৫তম মিনিট কেভিন ডি ব্রুইনার ফ্রি কিকে জন স্টোন্সের হেড আঘাত করে এভারটনের পোস্টে।
ম্যাচের বেশিরভাগ সময় সিটির আক্রমণের তোপে কোণঠাসা হয়ে ছিল এভারটন। তবে ম্যꦉাচের সমতাসূচক গোলের দেখা ঠ𓆉িকই পেয়েছে তারা।
ম্যাচের ৬৪তম মিনিটে মাঝমাঠ থেকে বꦅল নিয়ে ছুটতে ছুটতে সিটির ডি বক্সে একবার পিছলে গেলেও মুহূরꦍ্তের ব্যবধানে উঠেই দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন এভারটনের গ্রে।
এরপর একাধিক চেষ্টা করেও আর জয়সূচক গোলের দেখা 📖পায়নি সিটি। এমনকি অতিরিক্ত সমꦯয়ের ১১ মিনিটেও এভারটনের জমাট রক্ষণে আর কোনো ফাটল ধরাতে পারেননি সিটিজেন ফুটবলাররা।