• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


১০ জনের গানারদের হারাতে ব্যর্থ সিটিজেনরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১০:৩২ এএম
১০ জনের গানারদের হারাতে ব্যর্থ সিটিজেনরা
শুরুতে গোল করেও দলকে জেতাতে পারেননি হালান্ড। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের কঠিন এক ম্যাচে আর্সেনালের সঙ্গে ২-২෴ গোলে ড্র করেছে ম্যানচღেস্টার সিটি। 

রোববার রাতে অনুষ্ঠিত ম্🍒যাচে গানাররা ১০ জন নিয়ে প্রায় হারিয়ে দিয়েছিল পেপ গার্দিওলার শিষ্যদের। শুধু ভাগ্যের জোরে হার থেকে রক্ষা পায় ইংল্যান্ডের জনপ্রিয় ও শক্তিশালী দল ম♍্যানসিটি। 

তবে ম্যা♈চ ড্র করলেও পয়েন্ট তালি✨কায় এখনো শীর্ষে রয়েছে ম্যানসিটি। 

ম্যাচের শুরু থেকে ম্যানসিটি দারুণভাবে আক্রমণ করে খেলতে থাকে। মাত্র ৯ মিনিটের সময় নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড গোল করে দলকে এগিয়ে দেন। এটা দলের ‘গোলমেশিন’ নামে পরিচিত হালান্ডের শততম গোল। তবে ২২ মিনিটে কালাফিয়োরির গোলে 🤡সমতা আনে আর্সেনাল। প্রথমার্ধের শেষ মুহূর্তে মাগালহায়েস গোল করে গানারদের এগিয়ে দেন। নিশ্চিতভাবে হারের আশঙ্কায় পড়ে সিটিজেনরা। 

৯০ মিনিটে ২-১ গোলে এগিয়ে ছিল ১০ জনের দল আর্সেনাল। অবশ্য ভাগ্য অনেকটাই সিটির অনুকূল🌃ে চলেꦇ আসে। ম্যাচের ইনজুরি সময়ে স্টোনস গোল করলে নিশ্চিত পরাজয় থেকে বেঁচে যায়। আর চমৎকার একটি জয় পাওয়া থেকে বঞ্চিত হয় আর্সেনাল। 

Link copied!