আইপিএলে বাঁচা–মরার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার 🌌কিংস। ম্যাচ হারলেও, তাদের সামনে প্লে–অফে যাওয়ার সুযোগ ছিল। এজন্য বেঙ্গালুরুর চেয়ে হারের ব্যবধান রাখতে হতো ১৭ রানের, কিন্তু সেটি তো হয়ইনি, উল্টো ২৭ রানের হারে আসর শেষ করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে মোস্তাফিজুর রহমানকে না পাওয়া নিয়ে আক্ষেপ ঝরেছে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের কণ্ঠে।
শনিꦡবার ঘরের মাঠ চিন্নাস্বামীতে চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রান করে বেঙ্গালুরু । বেঙ্গালুরুর বিপক্ষে জিততে বড় টার্গেট হলেও ২০১ রান করলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯১ রানেই থেমেছে ধোনিরা। অর্থাৎ ১০ রান স্বল্পতায় কপাল পুড়♎েছে তাদের।
এমন হারের পর স্বাভাবিক দলের প্রধান দুই তারকা মোস্তাফিজ ও মাথিশা পাথিরানার জন্য আক্ষেপ হওয়ার কথা ছিল চেন্না🌸ইয়ের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে তাকে মিস করার কথা জানিয়ে চেন্নাই অধিনায়ক বলেন, ‘আমরা ফিজকে (মোস্তাফিজুর রহমান) মিস করেছি।’
মোস্তাফিজ থাকলে চেন্নাইয়ের প্রথম ইনিংসে ভালো ভূমিকা রাখতে পারতেন। বেঙ্গালুরুর বিপক্ষে এবারের আইপিএলে প্রথম দেখায় ফিজ চার উইকেট নি💯য়ে দলকে জিতিয়েছিলেন দাপটের সঙ্গে। দেশে ফেরার চেন্নাইয়ের জার্সিতে ৯টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ৯ ম্যাচে ২২.৭১ গড় আর ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন। যা চেন্নাইয়ের টুর্নামেন্ট শেষ হওয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট।
গায়কোয়াড় বলেন, ‘পাথিরানা ইনজুরি পড়ে, একইভাবে মোস্তাফিজকেও মিস ♕করেছি। যখন দলে এ🃏ত ইনজুরি থাকে, স্কোয়াডে ভারসাম্য আনাটা কঠিন হয়ে যায়।’