• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দ্বিতীয় সারির দলের কাছে হারল চেলসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪, ১২:৩৯ পিএম
দ্বিতীয় সারির দলের কাছে হারল চেলসি
গোল মিস করে হতাশ চেলসির এক খেলোয়াড়। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের 🐼শক্তিশালী ফুটবল দল চেলসিতে পরীক্ষিত বা আলোচিত কোনো তারকারই অভাব নেই। তবু লন্ডনের ক্লাবটির যেন দুর্দশা কাটছেই না। ম💞ার্কিন মালিকানায় আসার পর থেকেই শুরু হয়েছে তাদের দুর্দশা। চলছে সেটা এখন পর্যন্ত। মঙ্গলবার তো তারা হেওে গেছে দ্বিতীয় সারির দল মিডলসব্রোর কাছেই। 

মিডলসব্রো শীর্ষ বিভাগে নেই অনেকটা দিন ধরেই। অন্যদিকে চেলসি সারা🌜 বিশ্বেরই অন্যতম বড় এক ক্লাব। মাঠের খেলাতেও দেখা গেল সেই ছাপ। পুরো ম্যাচেই দাপট দেখিয়েছিল চেলসি। কিন্তু ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মত কাজই করতে পারেনি চেলসির ফরোয়ার্ডরা। 

বিপরীতে 🍬মিডলসব্রো ম্যাচে নিজেদের প্রথম সুযোগেই গোলের দেখা পেয়েছে। আর গোলবারের নিচে রীতিমত দানবীয় পারফর্ম করেছেন টম  গ্লোভার। একের পর এক দুর্দান্ত সেইভ দিয়েছেন এই গোলরক্ষক। তাতেই কপাল পুড়েছে চেলসির। লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্লুজদের। 

ধারার বিপরীতে হেইডেন হিকনির ৩৭ মিনিটের গোলে লিড নেয় মিডলসব্রো। এর আগেই ম্যাচের সেরা সুযোগ মিস ক൲রেন চেলসির কোল পালমার। ম্যাচের ৪৫ মিনিটে খালি গোলপোস্টেও বল জড়া🌼তে ব্যর্থ হয়েছেন তিনি। 

দ্বিতীয়ার্ধে অবশ্য আরও ছন্নছাড়া ফুটবল উপহার দিয়েছে চেলসি। বক্সের বাইরে থেকে এলোমেলো শটে যেন নিজেদেরই ভাগ্য পরীক্ষা করতে চেয়েছিল দলটি। তবে তাতে ভাগ্যের বদল হয়নি। ম্যাচটা শেষ হয়েছে হিকনির ওই এক গোলেই। চেলসির অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ আꦅছে। 

সবমিলিয়ে গত মৌসুমের পর থেকে এটি চেলসির ৩১তম হার। কেবল বোর্নমাউথ এবং নটিংহ্যাম ফরেস্টই এরচেয়ে বেশি ম্যাচ হেরেছে। আর লিগ কাপে ১৯৯৯ সালের পর এই প্রথম নিচু স্তরের লিগের কোনো দলের বিপক্ষে হারল চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৫ সালের পর নিচু স্তরের লিগের দলের কাছে চেলসির এটি প্রথম হার।
 

Link copied!