টমাস টুখেলের ব্যর্থতায় গ্রাহাম পটারকে কোচের দায়িত্ব দিয়েছিল ইংলিশ ক♏্লাব চেলসি। তবে স্টামফোর্ড ব্রিজে খুব বেশিদিনা থাকা হলো না পটারের। দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় তাকে বরখাস্ত করেছে লন্ডনের ক্লাবটি।
পটারের অধীনে ভয়াবহ দুঃসময় পার করছিল চেলসি। বেশ কয়েকবার তার ছাঁটাইয়ের গুঞ্জন ছড়ালেও নিজের দায়🅘িত্বে বহাল ছিলেন তিনি। তবে শেষ রক্ষা আর হলো না। রোববার (২ এপ্রিল) এক বিবৃতি দিয়ে পটারের ছাঁটাইয়ের খবর নি🍸শ্চিত করেছে চেলসি।
বিবৃ🧜তিতে বলা হয়েছে, “চেলসি জানাচ্ছে যে, গ্রাহাম পটার ক্লাব ছাড়ছেন। তিনি সম্মত হয়েছেন যে, এই মুহূর্তে ক্লাবের পরিবর্তন দরকার।🦩 তার অধীনে চেলসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে। তার অবদানের জন্য ধন্যবাদ।”
গত সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর পটারের অধীনে ৩১ ম্যাচের মধ্যে ১১টিতেই হেরেছে চেꦰলসি। দলের বাজে পারফরম্যান্সের কারণে বেশ কয়েকবার চেলসি সমর্থকদের রোষানলে পড়েছেন পটার।
চেলসিত আসার আগে কোচ হিসেবে যথেষ্ট সুনাম ছিল পটারের। তাই তাকে ঘিরে ঘুরে দাড়াবার আশায় ছিল চেলসি। কিন্তু ঘুরে দাঁড়ানো তো দূরের কথা𓃲, ক্রমাগত অবনতি হওয়া দলটি এখন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১১ নম্বরে আছে। শিরোপা জয় দুঃস্বপ্ন, এখন ইউরোপা লিগের পরবর্তী আসরে অংশ নিশ্চিত করাও তাদের জন্য চ্যালেঞ্জ।
আগামী ১২ এপ্রিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নামবে চেলসি। তার চেলসির অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রুনো সাল্টার। গুঞ্জন রয়েছে, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে কয়েকদিন আগে বরখাস্ত হওয়া হুলিয়ান নাগেলসম্যান নতুন কোচের দায়িত্ব🐼 দিতে চায় চেলসি।