• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ১০:০৪ এএম
কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলের ড্রয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। ছবি: এএফপি

কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে 🐬ড্র করে কোয়ার্টার ফাইনালে যেতে হলো ব্রাজিলকে। বুধবার (৩ জুলাই) ব🍌াংলাদেশ সময় সকালে ক্যালিফোর্নিয়ার লেভি স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে খেলতে রীতিমতো ঘাম ছুটে গেছে ব্রাজিলের। 

তিন ম্যাচে দꦜুই ড্র নিয়ে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করল নয়বারের চ্যাম্পিয়নরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে উরুগুয়ে। 

কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। সেলেসাওরা এরপর প্যারাগুয়েকে হারিয়েছে ৪-১ গোলে। অন্যদিকে কলম্বিয়া প্রথম দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ থেকে আগেই নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। কলম্বিয়ার কাছে আজ হারলেই গ্রুপের অন্য ম্যাচ কোস্টারিকা-প্যারাগুয়ে ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো ব্রাজিল। সেখানে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ ড্র হয়েছে এবং টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকল কলম্বিয়া। ৭ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ আটে উঠল কলম্বিয়া। গ্রু🎃পের দ্বিতীয় দল হিসেবে ৫ পয়েন্ট নিয়ে কোয়ার্টারের টিকিট কাটল ব্রাজিল।

অপ্রতিরোধ্য কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ যে কঠিন হবে, তা আগেই আন্দাজ করা গিয়েছিল। ম্যাচের পরিসংখ্যানও তাই বলবে। 𓄧৫১ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য﷽ বরাবর ব্রাজিল নেয় ৩ শট। কলম্বিয়া বল দখলে রাখে ৪৯ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৬ শট। শারিরীক শক্তি-প্রদর্শনের খেলাও হয়েছে এই ম্যাচে। ব্রাজিল দেখেছে ৩ হলুদ কার্ড ও ২ হলুদ কার্ড দেখেছে কলম্বিয়া।

ম্যাচে ব্রাজিল-কলম্বিয়া দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ৭ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস জুনিয়র। ঠিক তার পরে কলম্বিয়া এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তবে ৮ মিনিটে কলম্বিয়ার ফরোয়ার্ড হামেসꦛ রদ্রিগেজ ফ্র🤪ি কিক থেকে করা শট লেগে যায় ব্রাজিলের গোলবারে। ১০ মিনিটে ব্রাজিল এগিয়ে যেতে পারত। তবে রাফিনহার অ্যাসিস্ট থেকে ব্রুনো গুইমারেজের শট প্রতিহত করেন কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভারগাস।

দুই দলের আক্রমণাত্মক ফুটবলের মাঝে ব্রাজিলের এগিয়ে যেতে অবশ্য সময় লাগেনি। ১২ মিনিটে ফ্রি কিক থেকে বাঁ পায়ে নেওয়া দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন রাফিনহা। দ্রুতই অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিল কলম্বিয়া। তবে ১৬ মিনিটে রদ্রিগেজের করা শট গোলবারের অনেক ওপর🌄 দিয়ে বেরিয়ে যায়। শুধু গোল মিসের মহড়াই নয়, একই সঙ্গে রেফারিও একের পর এক কার্ড বের করতে থাকেন। ২৬ মিনিটে হলুদ কার্ড দেখেন কলম্বিয়ার ডিফেন্ডার ডেভিড মিকাডো। এক মিনিট পর  ব্রাজিলের হোয়াও গোমেজ ও কলম্বিয়ার জেফারসন লেমা—এই দুই ফুটবলারকেও দেখানো হয় হলুদ কার্ড।

Link copied!