বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই বিতর্কের ছড়াছড়ি। এবারও তার ব্যত্যয় ঘটেনি। পুরো টুর্নামেন্টজুড়ে নানানভাবে বিতর্কিত ছিলဣ। এবার টিকিটের দাম বাড়িয়ে আবার সমালোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বিপিএলের নকআউট পর্বের আগের তিন ভেন্যুর সব ম্যাচ শেষ হয়েছে। এবার ন൲কআউট পর্বের ম্যাচ শুরু হবে। এই পর্বে জায়গা করে নিয়েছে সিলেট স্ট্রাইকা꧙র্স, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।
এলিমিনেটরে প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। অন্ܫযদিকে, আরেক ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ দুটির টিকিটের দাম নির্ধারণ করেছে বিসিবি।
গ্রুপ পর্বে টিকিটের সর্বনিম্ন দাম ছিল ২০০ টাকা। প্লে অফকে স꧙ামনে রেখে সব ক্যাটাগরিতে টিকিটের দাম বাড়িয়েছে বিসিবি।
ইস্টার্ন গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে খরচ করতে হবে ৩০০ টাকা। দাম বেড়েছে ১০০ টাকা। গ্র্যান্ড ꧑স্ট্যান্ডের টিকিটের আগের দাম ছিল ১ হাজার ৫০০ টাকা। বর্তমান দাম ২ হাজার টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম পূর্বে ছিল ১ হাজার টাকা, এখানে বেড়েছে ৫০০ টাকা।
শনিবার সকাল ৯টা থেকে এলিমিনেটরের ম্যাচ দুটির টিকিট বিক্রি শুরু হয়েছে। মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে টিকিট।