সেমি-ফাইনালের শেষ মুহূর্তের উত্তেজনায় শ্রীলঙ্কার কাছে ১ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান। সেমি-ফাইনালের দিনেই পাকিস্ꦫতানি অধিনায়ক তার মেয়ে ফাতিমাকে মাঠে নিয়ে এসেছিলেন। তাকে নিয়ে মাঠে কিছু ফটোশ্যুটও করেছিলেন। মেয়েকে মাঠে আনার দিনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বিসমাহ মারুফকে।
বৃহস্পতিবার (১৩ অক্টো✤বর) সেমি-ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর পেটের ব্যথায় ভুগছিলেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। ম্যাচ শেষ হওয়া🥀র দুই ঘণ্টা পর তাকে সিলেটের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাকে হাসপাতালে নেওয়ার সময় তার গায়ে একটি তোয়ালে জড়ানো ছিল।
গণমাধ্যমকে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের একজন নিশ্চিত কর𝕴েছেন, পেটে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, “ম্যাচের পর পেটে ব্যথা অনুভব করেন তিনি। সাথে বুকেও ব্যথা অনুভব করছিলেন। এরপরেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে দ্রুতই ঠিক হয়ে উঠবেন।”
সেমি-ফাইনালে মাঠে নামার আগে সুস্থ ছিলেন বিসমাহ মারুফ। লঙ্কানদের বিপক্ষে দলকে কক্ষপথে রেখেছিলেন বিসমাহ মারুফ। তার ব্যাট থেকে আসে ৪১ বলে ꦬ৪২🐷 রান। মূলত তার ইনিংসে ভর করেই জয়ের পথে ছিল পাকিস্তান। শেষ পর্যন্ত অবশ্য হার এড়াতে পারেনি বিসমাহ মারুফের দল।
ম্যাচ শেষে মেয়ে ফাতিমাকে পাকিস্তানের জার্সি পড়িয়ে মাঠে ফটোসেশনও করেন বিসমাহ। এরপরেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে নিতে হয়েছে হাসপাতালে। এমনকি টুর্নামেন্টে পাকিস্তান দলের শেষ প্রেস কনফারেন্সও আসেননি তিনি। বদলি হিসেবে এসেছিলেন আলিয়া 🐓রিয়াজ।
অবশ্য ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী মঞ্চে কথা বলেছিলেন বিসমাহ মারুফ। সেখানে তিনি ম্যাচ হারের জন্য শেষদিকে ভালো ব্যাটিং করতে না পারাকে হারের জ💝ন্য দায়ী করেছিলেন।