• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাতার বিশ্বকাপ

নকআউট পর্বেই খেলতে পারতেন বেনজেমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ১২:১৬ পিএম
নকআউট পর্বেই খেলতে পারতেন বেনজেমা

বিশ্বকাপ দলে থাকলেও ইনজুরিতে প্রথম ম্যাচের আগেই ছিটকে গিয়েছিলেন ফরাসি ফুটবলার করিম বেনজেমা। তবে নির্ধারিত সময়ে সুস্থ হওয়ায় ফাইনালে তার খেলার সম্ভাবনা জেগেছিল। কিন্তু শেষ ꦍপর্যন্ত তাকে ফাইনাল খেলতে ডাকেননি ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

এরপরই দেশমের সঙ্গে বেনজেমার সম্পর্কের দূরত্ব নিয়ে গুঞ্জন 🥂ছড়ায় ফুটবল বিশ্বে। ফাইনালের পর তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন বেনজেমা।

তবে এবার বেনজামার এজেন্ট করিম যাজিরি জানালেন, ফাইনাল নয়, শেষ ষোলোর ম্যাচ থেকেই খেলতে♍ পারতেন বেনজেমা। তিনজন বিশেষজ্ঞই নাকি এই💛 মত দিয়েছিলেন বলে জানান তিনি।

যাজিরি বলেন, “তিনজন বিশেষজ্ঞকে বেনজেমার র🍃িপোর্ট দেখিয়েছি। তাঁর🅘া নিশ্চিত করেছেন যে শেষ ষোলোতেই ফিরতে পারত বেনজেমা। তাহলে কেন এত দ্রুত তাকে বিশ্বকাপ থেকে পাঠিয়ে দেওয়া হলো?”

বেনজেমা ছিটকে গেলেও পু💮রো বিশ্বকাপে তার বদলি নেয়নি ফ্রান্স। তারপরও যেহেতু বেনজেমাকে ফেরানো ✤হয়নি তাহলে এর মধ্যেই হয়তো দেশমের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Link copied!