দীর্ঘ তের বছর আগে জার্মানীর তারকাখ🌳চিত ও দেশটির সবচেয়ে সফল ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ ইতালির কোনো প্রতিপক্ষের বিপক্ষে হেরেছিল। ২০১১ সালের চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে জার্মান জায়ান্টরা দেখেছিল হারের মুখ। এই এতো বছর পর আবার ইতালির ক্লাবে🌳র কাছে হার মানলো বাভারিয়ানরা।
বুধবারের ম্যাচে মাউরিজিও সারির দল লাৎজিও কাছে ০-১ গোলে হেরে গেছে বায়ার্ন। শেষ ষোলোর প্রথম ল💙েগে এমন হারের পর হুমকিতে আছে তাদের শেষ আটের অংশগ্রহণ।
বুন্দেসলিগায় লেভারকুসেনের কাছে হারের পর ইউরোপিয়ান আসরটিতে লাৎজিওর কাছে হেরে বড় ধরনের বিপদের মধ্যে পড়েছে বায়ার্ন।&💖nbsp;
পুরো ম্যাচে ১৭টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি হ্যারি কেইন, টমাস মুলাররা। গোলমুখে একের পর এক সুযোগ পেয়ে হাস্যকর সব মিস করেছেন জার্মান জায়ান্টরা। কোয়ার্টার ফাইনালে জাꦚয়গা করতে হলে ঘরের মাঠে পরের লেগে জিততেই হবে তাদের। দুই দলের ফিরতি লেগ ৫ মার্চ।
ইতালির অলিম্পিক স্টেডিয়ামের ম্যাচটিতে বায়ার্ন সবচেয়ে বেশ𝐆ি ভুগেছে তাদের নিজেদꦦের খেলোয়াড় দায়োত উপামেকানোর কারণে। ৬৭ মিনিটে ইসাকসেনকে ফাউল করে উপামেকানো মাঠ ছেড়েছেন। একইসঙ্গে লাৎজিওকে দিয়ে যান পেনাল্টি। সেখান থেকেই ইতালিয়ান ক্লাবটিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক চিরো ইম্মোবিল।
৯০ মিনিটে কিম-মিন-জায়ে এন্দেরসনের শট প🦋্রไতিহত না করলে ব্যবধান ২-০ হতে পারত।
এদিকে, দীর্ঘ ২৪ বছর পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের নকআউটে জয় পেল ইতালিয়ান ওই ক্লাবটি।