• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাফ চ্যাম্পিয়নশিপ

সেই নেপালকে হারিয়েই দ্বিতীয় শিরোপা বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৮:৪১ পিএম
সেই নেপালকে হারিয়েই দ্বিতীয় শিরোপা বাংলাদেশের
সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফ ফুটবলের জমজমাট ফাইনালে ৮১ মিনিটের সময় ঋতুপর্ণা চাকমা দারুণ এক দূরপাল্লার শটে নেপালের গোলকিপারকে পরাজিত করে। ২-🐼১ গোলে꧟ জিতে শিরোপা অক্ষুন্ন রাখে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি।   

কিক-🔜অফের পরপরই বাংলাদেশ লিড নেওয়ার প্রথম সুযোগ পেয়েছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলরক্ষকের পরিবর্তে গোল কিক নিয়েছিলেন নেপালি ডিফেন্ডার। পা পিছলে পড়ে যাওয়ায় ভালোমতো শট নিতে পারেননি। বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা বল পেয়ে যান। তবে তহুরার তাৎক্ষণিক শট ক্রসবারে লেগে ফেরত আসে। 

ফিরতি বলে তহুরা হেড করলে গোলরক্ষক সেভ করেন। বাংলাদেশের মতো নেপালের একটি শটও ক্রসবারে প্রতিহত হয়েছে। ম্যাꩵচের ১৫ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে বক্সের বাইরে থেকে নেপালি ফরোয়ার্ড আমিশার শট পোস্টꦍে লাগে।

৫২ মিনিটে বাংলাদেশের মনিকা চাকমা গোল করে দলকে এগিয়ে নেন। এক মিনিট পরই আমিশার গোলে সমতায় ফেরে স্বাগতিক নেপাল। ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে জয়সূচক গোলটি করে বাংলাদেশ। পুরো গ্যালারির নেপালি দর্শকরা হতাশায় ড꧋ুবে যান।

বাংলাদেশ নেপালের বিপক্ষে ২০২২ সালে সꦗাফের ফাইনালই একমাত্র জয়লাভ করেছিল। এর আগে ও পরে কখনোই নেপালকে হারাতে পারেনি। ২০২২ সালের পর এশিয়ান গেমস ও প্রীতি ম্যাচে একাধিকবার মুখোমুখি হলেও সব ফলাফলই ছিল ড্র। 

Link copied!