শুরু থেকেই আফ্রিকান বোলারদের সামল𝐆াতে হিমশিম খেয়েছে বাংলাদেশি ব্যাটাররা। ছোট ছোট জুটি হলেও রানের গতি বাড়াতে পারেননি কেউ। শেষ পর্যন্ত অধিনায়ক জ্যোতির ইনিংস সর্বোচ্চ ৩০ আর সোবহাಞনার ২৭ রানের উপর ভর করে দক্ষিণ আফ্রিকাকে ১১৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে খালি হাতে ড্রেসিংরুমের পথ ধরেন মুর্শ♔িদা খাতুন।
ভালো শুরু করলেও ইনিংসের ষষ্ট ওভারে ফিরে 🌟যান আরেক ওপেনার শামিমা সুলতানা। দলীয় ২২ রানে ফেরার আগে ব্যক্তিগত ১৬ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার ব𒈔োলারদের তোপের মুখে পাওয়ার প্লেতে টাইগ্রেসদের স্কোরবোর্ডে জমা হয় মাত্র ২৩ রান।
পাওয়ার প্লে শেষেও কাটেনি রান খরা। অধিনায়ক নিগার সুলতানা 🐻জ্যোতি তো রান করতেই হিমশিম খাচ্ছিলেন। অন্যপ্রান্তে সোবহানা অবশ্য চেষ্টা করেছেন রানের চাকা সচল রাখতে তবে তাতে ছিল না গতি।
ইনিংসের প্রথম ১০ ওভার শেষে বাংলা🍌দেশের স্কোরবোর্ডে জমা হয় মাত্র ৪১ রান৷ ইনিংসের ১৩তম ওভারে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৫৫ রানে ফেরার আগে দুই চারে ৩০ বলে ২৭ রান করেন সোবহানা।
শুরুর অস্বস্তি কাটিয়ে রানের গতি বাড়꧑ানো অধিনায়ক জ্যোতি এরপর স্বর্ণাকে নিয়ে নতুন জুটি গড়েন। দলীয় ৮০ রানে স্বর্ণার বিদায়ে ভাঙে তাদের ২৫ রানের জুটি। ফেরার আগে ১১ রান করেন স্বর্ণা।
সঙ্গী হারানোর মাত্র চার রানের ব্যবধানে ফেরেন জ্যোতি। এ ম্যাচে বাংলাদেশ🎀 অওধিনায়কের ব্যাট থেকে এসেছে ৩৪ বলে দুই চারে ৩০ রানের ইনিংস।
শেষদিকে নাহিদা আক্তারের ১১꧅ বলে ১৫ রানের উপর ভর 🌃করে নির্ধারিত ২০ ওভারে ১১৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।