দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম 💞ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ২ উইকেটে ১০৪ রান। উইকেটে আছেন ৪২ রান করা মাহমুদুল হাসান জয় ও ৩ রান করা মুমিনুল হক।
বাংলাদেশের হয়ে ওপেনিং করতে আসা মাহমুদুল হাসান জয় ও জাকির শুরুটা করেন দেখেশুনে। ম্যাচের দ্বিতীয় ওভারেই রিভিউ নিয়ে বসে নিউজিল্যান্ড।🦩 তবে, সেটা ব্যর্থ হয়েছে। কাইল জেমিসনের ডেলিভারি খেলতে গিয়ে প্যাডে লাগান জাকির হাসান। জোড়ালো আবেদন করে কিউইরা। কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার। এরপর রিভিউ নেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। টিভি রিপ্লেতে দেখা যায়, বল জাকিরের ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে ൩গেছে।
ব্যক্তিগত ১ রানের সময় জীবন পাওয়া জাকির নিজের ইনিংসটাকে এরপর বেশি লম্বা করতে পারেননি। স্কোরবোর্ডে তার নামের পাশে আর ১১ রান যোগ করতেই বিদায় নেন তিনি। ম্যাচের ১৩তম ওভারে ওভারে এজাজ প্যাটেলের অফ স্টাম্পের বল, ব্যাকফুটে গিয়ে কাট করতে চেয়েছিলেন জাকির। কিন্তু বল ঘুরে ছত্রখান করে দেয় তার অফ স্টাম্প⭕।এর আগে ১ চারে ৪১ বলে ১২ রান করেছেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙল ৩৯ রানের উদ্বোধনী জুটি।
জাকিরের বিদায়ে জয়ের সঙ্গে জুটি গড়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। দুজন কিছুটা ওয়ানডে ꦛস্টাইলে ব্যাটিং করছে। বিশেষ করে অধিনায়ক শান্ত। টাইগার অধিনায়ক ভুলেই গিয়েছেন যে এটা ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ নয় টেস্ট ম্যাচ। তার আক্রমণাত্মক ব্যাটিং দর্শকদের বেশ আনন্দ দিলেও তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। দরীয় ৯২ রানের সময় ফিরে যান টাইগার অধিনায়ক। গ্লেন🦩 ফিলিপসের ফুলটস ক্রিজ উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে কেন উইলিয়ামসনের তালুবন্দি হয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।
আউট হওয়ার আগে ২ চার ও ৩ ছক্কায় ওয়ানডে স্টাইলে ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। তার বিদায়ে ভাঙল ৭১ বলে ৫🦩৩ রানের জুটি। এরপর জয়🐷কে সঙ্গ দিতে উইকেটে আসেন মুমিনুল হক। এই জুটি ১৬ বলে করেছে ১২ রান। এরপরই ম্যাচে মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়।
১ম দিনের ১ম সেশন শেষে স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস :
২৭ ওভারে ১০৪/২; (মাহমুদুল ৪২*, নাজমুল ৩৭, জাকির ১২, মুমিনুল ৩*; ফিলিপস ১/১২, এজাজ ১🅰/৩৭🔯)