অস্ট্র🐎িয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে ১৬ বছর পর ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শেষ আটে জায়গা করে নিয়েছে তুরস্ক। মাঠে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে দীর্ঘ সময় পর তুর্কিরা ফের কোয়ার্টার ফাইনালে নাম লেখালো।
মঙ্গলবার রাতের এ ম্যাচে তুরস্কের ডেমিরাল ৫৭ সেকেন্ডে একটি ও ৫৯ মিনিটে অপর গোল ক𒉰রেন। অস্ট্রিয়ার পক্ষে ৬৬ মিনিটে একটি গোল পরিশো♐ধ করেন গ্রেগোরিচ।
তুরস্ক কোয়ার্টার ফাইনালে খেলবে⛄ নেদারল্যান্ডসের বিপক্ষে।
২০০৮ সালে তুরস্ক শেষ বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল। সেবার তারা সেমিফাইনালেও জায়গা করে কৃতিত্ব দেখিয়েছিল। এরপর দীর্ঘ দেড় দশকেরও বেশি ꧋সময়ে তারা মহাদেশীয় এই গুরুত্বপূর্ণ ফুটবল আসরে দক্ষতা দেখাতে পারেনি। অবশেষে ফের ঘুরে দাঁড়া💟লো তুর্কীরা।