টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের🃏 প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করবে স্বাগতিক অস্ট্রেলিয়া।
এখন পর্যন্ত ১৫ 𒀰টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্𒊎ড ও অস্ট্রেলিয়া। যেখানে ১০ জয় নিয়ে এগিয়ে রয়েছে অজিরা। অন্যদিকে পাঁচ জয় পেয়েছে কিউইরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে অবশ্য এগিয়ে নেই কেউ। দুইবারের দেখায় একবার করে ꧒জয় পেয়েছে দুই দল।
কিউইদের বিপক্ষে অজি একাদশে জায়গা পাননি স্টিভেন স্মিথ। তিন পেসার ও একজন বিশেষজ্ঞ স্পিনারকে নিয়ে এক♑াদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া।
অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে নেই কোনো চমক। তাদের একাদশে রয়েছেন তিন পেসার ও দুই স্পিন🌸ার।
অস্ট্রেলিয়া এক⛎াদশঃ ডেভিড ওয়ার্নার, অ্যাড়ন ফিঞ্চ(অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম সাউদি, ম্যাথেউ ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
নিউজিল্যান্ড একাদশঃ ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার,🍸 ইশ সোধী, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্🧔ট বোল্ট।