চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের এক খেলায় অস্ট্রেলিয়া ৯ উইকেটের সহজ 🍰ব্যবধানে আফ্🅘রিকান দল নামিবিয়াকে পরাজিত করে সুপার এইট নিশ্চিত করেছে।
বুধবার সকালে নর্থ সাউন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত𒁃 ‘বি’ গ্রুপের ম্যাচে নামিবিয়ার মাত্র ৭২ রানের জবাবে অস্ট্রেলিয়া ৫.৪ ওভার খেলেই মাত্র ১ উইকেট হারিয়ে ৭৪ রান করে।
নামিবিয়ার অধিনায়ক ইরাসমাস দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ করেন। অস্ট্রেলিয়ার অ্যাডাম জামপা মাত্র ১২ রানে ৪টি উইকেট লাভ করে ম্যাচসেরা হন। এ ছাড়া মারকাস স্টোনিস ও হ্যাজেলউড ২টি করে উইকেট লাভ ক𒅌রেন।
অস্ট্রেলিয়ার ইনিংসে ট্রাভিস হেড অপরাজিত ৩৪ ও ডেভিড ওয়ার্নার ২০ রান করেন। নামিবিয়ার অভিজ্ঞ তা✱রকা ডেভিড ওয়াই☂জ ১টি উইকেট পান।
অস্ট্রেলিয়া তাদের আগের দুই ম্যাচে ইংল্যান্ড ও ওমানকে পরাজিত করে। ফলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠে গেছে অস্ট্রে🧜লিয়া। এই গღ্রুপে স্কটল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।