• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইউরোপার ফাইনালের পর রেফারির ওপর হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২, ২০২৩, ০৪:০২ পিএম
ইউরোপার ফাইনালের পর রেফারির ওপর হামলা

উয়েফা ইউরোপা লিগ ফাইনালের পর বৃহস্পতিবার বুদাপেস্ট বিমানবন্দরে রোমা সমর্থকদের আক্রমণের মুখে পড়েন ইংলিশ রেফারি অ্যান্থনি টেলর। 💛বুধবার বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় লড়াইয়ে টেলরের রেফারিংয়ের ম্যাচে পেনাল্টিতে সেভিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে রোমা।

খেলা স্বাভাবিক সময়ে ১-১ গোলে শেষ হয় পেনাল্টি শুট আউটে যাওয়ার আগে। রোমার খেলোয়াড় এবং ম্যানেজার হোসে মরিনহো হ্যান্ডবলের পরে ম্যাচের ৮১তম মিনি♐টে তাদের দলকে পেনাল্টি প্রদান না করায় টেলরের প্রতি ক্ষিপ্ত ছিলেন। ম্যাচের পর স্টেডিয়ামের গাড়ি পার্কিংয়ে রেফারিকে উদ্দেশ্য করে চিৎকার করতে দেখা𒁏 যায় মরিনহোকে।

মরিনহো চিৎকার করে বলেন, “এটা অপম🃏ানজনক, এটা রীতিমতো অপমানজনক।”

পর🐟ে বিমানবন্দরে টেলর এবং তার পরিবার রোমা সমর্থকদের দ্বারা আক্রমণের শিকার হন। সমর্থকরা রেফারিকে উদ্দেশ্য করে চিৎকার করতে থাকে। একজন ভক্ত টেলরের দিকে একটি চেয়ারও ছুঁড়ে মারেন। তবে ইংরেজ এই ঘটনায় শারীরিকভাবে আঘাত পাননি।

এদিকে, ইংলিশ ফুটবলে📖 কর্মকর্তাদের দায়িত্বে থাকা প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস বোর্ড (পিজিএমওএল) এই 🀅ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

Link copied!