• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রুদ্ধশ্বাস ম্যাচের ইনজুরি সময়ের গোলে জয় পেল আর্সেনাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০২:২৮ পিএম
রুদ্ধশ্বাস ম্যাচের ইনজুরি সময়ের গোলে জয় পেল আর্সেনাল
গোলের পর জেসুসের উল্রাস। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের এক ম্যাচের অতি꧅রিক্ত সময়ের ৬ মিনিটেও আর্সেনাল ও লুটন টাউন দলের সমর্থকদের মধ্যে ছিল সমান উত্তেজনা। কারণ, তখনও ৩-৩ গোলে সমতায় ছিল দল দুটি। এরপর পুরোপুরি বদলে যায় গ্যালারির চিত্র। ৯৭ মিনিটের সময় (ইনজুরি সময়ের সপ্তম মিনিট) মিডফিল্ডার ডেকলান রিসির দুর্দান্ত হেডে লুটনের দর্শকদের নিস্তব্ধ করে ৪-৩ ব্যবধানের ম্যাচ জিতে নেয় গানার্সরা। তাদের সমর্থকদের উল্লাসের সময় হতাশা নেমে আসে লুটনের দর্শকদের মাঝে।

শেষ মুহূর্তে ইংলিশ তারকার দুর্দান্ত গোলে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করলো আর্সেনাল। ৫ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো ক্লাবটি। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।
অ্যাওয়ে ম্যাচে আর্সেনালের হয়ে গোল উৎসবের শুরুটা করেছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্ট🌳িনেলি। ম্যাচের ২০ মিনিটের মাথায় বুকায়ো সাকার পাস থেকে বল নিয়ে লুটনের জালে জড়িয়ে দেন আর্সেনাল ফরো✃য়ার্ড।

এর মাত্র ৫ মিনিট পর গাব্রিয়েল ওসোর গোলে সমতায় ফেরে লুটন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আরেক ব্রাজিলিয়ান গাব্রিয়েল হেসুসের গোলে♉ আবারও ২-১ এগিয়ে যায় গানার্সরা।

ম্যাচের ৪৯ মিনিটে লুটনকে ২-২🍬 গোলে সমতায় ফেরান ইলিজা এডেবায়ো। এর পর ৫৭ মিনিটে রস বার্কলির গোলে প্রথম বারের মতো ৩-২ ব্যবধানে এগিয়েই যায় লুটন।

তবে তিন মিনিট পরই আর্সেনালকে ৩-৩ গোলে সমতায় ফেরান কাই হ্যাভার্টজ। এরপর জয়সূচক গোল করতে মরিয়া হয়ে উঠে দুইদল।♏ তবে শেষ হাসি ফুটে আর্সেনালের মুখেই। শেষ মুহূর্তের গোলে ম্যাচটি জিতে নেয় তারা।

লিগে এ পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল এবং ৩০ পয়েন্টে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। অপরদিকে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের নীচের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে লুটন টাউন।
 

Link copied!