• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইপিএল

আবারও হোঁচট আর্সেনালের, শিরোপার স্বপ্নে বড় ধাক্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ১১:১৩ এএম
আবারও হোঁচট আর্সেনালের, শিরোপার স্বপ্নে বড় ধাক্কা
ছবি: সংগৃহীত

মৌসুমের অর্ধেকের বেশি দাপট দেখানো আর্সেনাল যেন হুট করেই𝔉 পা হরকাতে শুরু করেছে। পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানীর দল সাউদাম্পটনের সাথে দুইবার পিছিয়ে পড়ার পর ড্র করে পয়েন্ট খুইঁয়েছে গানাররা।

শুক্রবার সাউথ্যাম্পটনের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে  ৩𝓀-৩ ড্র করেছে আর্সেনাল। সাউথ্যাম্পটনের তিন গোলদাতা কার্লোস আলকারাস, 🌠থিও ওয়ালকট ও দুয়ে চালেতা-চার। আর্সেনালের গোলদাতা গাব্রিয়েল মার্তিনেল্লি, মার্টিন ওডেগোর ও বুকায়ো সাকা।

এই ড্র-য়ে ১৯ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্নে কিছুটা হলেও ধাক্কা খেলো আর্সেনাল। যদিও  ৩২ ম্যা🅺চে ৭৫ পয়েন্ট নিয়ে যদিও এখনও শীর্ষে তারা তবে দুই ম্যাচ কম খেꦬলা সিটির পয়েন্ট ৭০।

ম্যাচ শুরুর পর ঘড়ির কাঁটায় তখন মাত্র ২৮ সেকেন্ড হতেই গোল হজম করে আর্সেনাল। আর্সেনাল গোলরক্ষক অ্য🀅ারন র্যামসডেল শিশুসুলভ ভুল করে বল তুলে দেন আলকারাসের পায়ে। ঠাণ্ডা মাথায় সাউথ্যাম্পটনকে এগিয়ে নেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

১৪তম মিনিটে ব্যবধান দ্বিগ😼ুন করেন একসময় আর্সেনালে সোনালি সময় কাটানো ওয়ালকট। লকারাসের থ্রু পাস পেয়ে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে সাউদাম্পটনকে ২-০ গোলে এগিয়ে দেন♛ তিনি।

২০তম মিনিটে ব্যবধান কমান আর্সেনালের মার্টিনেল্লি। বুলেট গতির শটে লক💧্ষ্যভেদ করেন তিনি। ম্যাচের ৬৬তম মিনিটে তৃতীয় গোল হজম করে গানাররা।  কর্নারের পর হেডে লক্ষ্যভেদ ক🌠রেন চালেতা-চার।

৮৮তম মিনিটে কোনাকুনি শটে হার এড়ানোর চেষ্টায় লক্ষ্যভেদ করেন মার্টিন ওডেগার্ড। দুই মিনিট পর ♏দুর্দান্ত গোলে সমতা ফেরান সাকা। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র হয় ম্যাচটি।

Link copied!