• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আর্জেন্টাইন তারকা লাউতারো ২০২৯ পর্যন্ত থাকবেন ইন্টারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৬:২৭ পিএম
আর্জেন্টাইন তারকা লাউতারো ২০২৯ পর্যন্ত থাকবেন ইন্টারে
লাউতারো মার্তিনেস । ছবি : সংগৃহীত

লাউতারো মার্তিনেস এখন ♚বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা।  ইন্টার মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন অধিনায়ক মার্তিনেস। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের জুন পর্যন্ত ইতালির ক্লাবটিতে থাকবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকারღ।

সেরিꦅ আর দলটি সোমবার বিবৃতি দিয়ে জানায় এই খবর। 🧜মার্তিনেসের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত।

স্বদেশের ক্লাব রেসিং থেক🦩ে ২০১৮ সালে ইন্টারে যোগ দেন মার্তিনেস। এখন পর্যন্ত দলটির হয়ে ২৮২ ম্যাচে তার গোল ১২৯টি।

গত মৌ💖সুমে ইন্টারের সেরি আ শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। লিগের সর্বোচ্চ ২৪ গোল করে সেরি আয় ২০২৩⛦-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

ইন্টারের জার্সিতে এখন পর্যন্ত দুটি করে সে⛦রি আ, ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জিতেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

২০২২ সালে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে তিনি পান বিশ্বকাপ জয়ের স্বাদ। গত মাসে দ👍লটির কোপা আমেরিকা শিরোপা ধরে রাখায় অগ্রণী ভূমিকা রাখে𒁏ন তিনি। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের একমাত্র গোলটিসহ আসরে সর্বোচ্চ ৫টি গোল করেন মার্তিনেস।

Link copied!