দুজনের দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমীরা। কিন্তু চোটের কারণে ক্রিস্টিয়ানো রোনালদো না থাকায় এই ম্যাচ আবেদন হারিয়েছিল আগেই। কেবল লিওনেল মে♑সির দিকেই চোখ ছিল সবার। আবার সেই মেসিও ছিলেন না একাদশে। মেসি-রোনালদো না থাকলেও আল নাসর-ইন্টার মায়ামির ম্যাচে গোলের কোনো অভাব ছিল না। যদিও সব গোলই ছিল একপাক্ষিক।
মায়ামির জালে একে একে ৬ গোল দিয়েছে আল না🔯সর। এরপর ৮৩ মিনিটে মেসি নামলেন বটে, ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। হাফডজন গোল হজম করে ম্যাচ থেকে অনেক দূরে ছিটকে গেছে মেসি-সুয়ারেজদের মায়ামি। শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ৬–০ ব্যবধানে।
চোটের কারণে এ ম্যাচে আল নাসরের হয়ে খেলতে পারেননি রোনালদো। মেসিও শেষ দিকে বদলি হি🧜সেবে মাঠে নেমেছেন। তিনি মাঠে নামার আগেই ৬-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ভিআইপি গ্যালারিতে বসে আল নাসরের কাছে মেসির মায়ামির বিধ্বস্ত হওয়াটা উপভোগ করেছেন তার এক সময়ের তুমুল প্রতিদ্বন্দ্বী রোনালদো।