ইরানের রাজধানী তেহরানে ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপ অনুষ্ঠিত হবে আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি। প্রতিযোগিতায় বাংলাদেশের ৫ অ্যাথলেট অংশ নেবেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দল ইরানের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবে ব🔥লে জানা গেছে♉।
গত বছর কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত ১০তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্ܫযাম্পিয়শিপে অংশগ্রহণ করে ৬০মি স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের ইমরানুর রহমান।
এবারের আসরে ইরানে যাওয়া ৫ জন অ্যাথলেট হলেন- ইমরানুর রহমান-৬০মিটার স্প্রিন্ট, রাকিবুল হাসান- ৬০ মিটার স্প্রিন্ট, মোহাম্মদ জহির রায়হা⛦ন- ৪০০ মিটার স্প্রিন্ট, মাহফুজুর রহমান-হাইজাম্প এবং শিরিন আক্তার- ৬০মিটার স্প্রিন্ট।
ইমরানুর রহমান এশিয়ান ইনডোরে তার স্বর্ণ ধরে রাখবেন এবং বাংলাদেশের পতাকা এশিয়ার মঞ্চে উঠাবেন বলে🌄 আশা🔥 ব্যক্ত করেছেন।
এবারের আসরে ব🌃াংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু) টিম লিডার এবং মো. জামাল হোসেন অফিসিয়াল হিসেবে অংশগ্রহন করবেন।