টি-🐷টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস ২ উইকেটে ১৫৮ রানে থামে।
বাংলাদেশের ১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট খুইয়ে বসে ইংꦰল্যান্ড। দুই ওপেনার ডেভিড মালান ও ফিল সল্ট রানের খাতা খুলতে না খুলতেই তানভীর ইসলাম উইকেট তুলে নেন। প্রথম ওভারের ৩ নম্বর বলে সল্টের ভুলে লিটন দাস স্ট্যাম্প করেন। ব্যাটারের ভুল হলেও লিটন দ্রুত বল স্ট্যাম্পে লাগাতে ভুল করেননি। দলীয় মাত্র ৫ রানেই পতন ঘটে ইংলিশদের প্রথম উইকেটের।
তবে এরপর দেখে-শুনে ব্যাট করতে থাকে ডেভিড মালান ও জস বাটলার। তবে এবার প🌠রপর দুই উইকেট হারায় ইংলিশরা। দলীয় ১০০ রানে মালান মোস্তাফিজুর ༒রহমানের বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন। এই উইকেটের মাধ্যমে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করলেন কাটার মাস্টার।
প্যাভিলিয়নে ফেরার আগে মালানের ব্যাট থেকে আসে ৫৩ রান। প൩রের বলে একই রানে ফেরেন বাটলারও🍎। তবে এবার দুর্ভাগ্য অধিনায়কের। মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোতে রানআউট হন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪০ রান।
টানা দুই বলে দুই উইকেট হারিয়ে খানি🔥ক চাপেই ছিল সফরকারীরা। চাপের ভেতরই দলীয় ১১৯ রানে তাসকিনের বলে মঈন আলি মিরাজকে ক্যাচ দিয়ে ফেরেন।