• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ১৯ ভাদ্র ১৪৩১, ২৯ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গেমিংয়ের জন্য দারুণ যে ফোনটি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৬, ২০২৩, ১২:০২ পিএম
গেমিংয়ের জন্য দারুণ যে ফোনটি

স্মার্টফোনে গেম খেলা এখনের তরুণদের এক অভ্যাস। বিশেষ করে করোনা মহামারির সময় সারাক্ষণ ঘরে থেকে এ ꦍপ্রবণতা বেড়েছে। ফোন কেনার সময় অনেকেই এখন পরখ করেন গ্যাজেটটি গেমিংয়ের জন্য কতটা যুৎসই। গেম খেলার জন্য ইদানিং অনেকের প্রিয় হয়ে উঠেছে ইনফিনিক্সের হট থার্টি স্মার্ট ফোনটি।  

এ ফোনে আছে উদ্ভাবনী ডিজাইন, সাইড মাউন্টে💟ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও আরও কিছু বিশেষত্ব।

ইনফিনিক্স হট থার্টি ফোনে শক্তিশালী গেমিং প্রসেসর হেলিও জি এইটিএইট আ🀅ছে। মিডিয়🐬াটেকের এই প্রসেসর গেমিংয়ের জন্য অনন্য।

স্ক্রিಌন ভালো না হলে গেম খেলা মাটি। এ জন্য ইনফিনিক্সের এই ফোনটিতে আছে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৭৮ ইঞ্চি পারফোরেটেড স্ক্রিন। ജএটি টাচ রেসপন্সে দারুণ কার্যকর। এ জন্য এর ইউজাররা গেম খেলার জরুরি মুহূর্তে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারেন।

স্মার্টফোনে গেম খেলার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারির সক্ষমতা। এক্ষেত🌄্রে ইনফিনিক্স হট থার্টি অনেক এগিয়ে। এই ফোনে আছে ৫০০ এমএএইচ-এর একটি ব্যাটারি। এটি ৫ পারসেন্ট চার্জ থাকলেও দুই ঘণ্টা পর্যন্ত সচল থাকে।

অনেকক্ষণ 🦄গেম খেলতে ও অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটলে অংশ নেওয়া গেমারদের জন্য এই হট থার্টি ফোনের ফিচারগুলোতে নতুনত্ব বহু।

 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!