মহান বিজয় দিবস উপলক্ষে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের স্বনামধন্য রং কোম্পানি বা♔র্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ফলিত শাখা, বার্জার এক্সপেরিয়েন্স জোন রাজশাহী।
রাজশাহী শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ಞঅনলাইনের মাধ্যমে বাছাইকৃত সেরা ১৬ ‘ক’ বিভাগ এবং সেরা ১৬ ‘▨খ’ বিভাগ নির্ধারণের পর ১৫ ডিসেম্বর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জানা গেছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিলো বাংলাদেশ। প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী মোট ছয়জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেন বার্জার পেইন্টসের শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান। এ ছাড়াও প্রাথমিক বাছাই পর্বে উত🅺্তীর্ণ সেরা ৩২ জন প্রতিযোগীকে সৌজন্য উপহার এবং সনদ দেওয়া হ𒁃য়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস রাজশাহী শাখার টেরিটোরি ম্যানেজার, জোনাল অফি🦋সার এবং বার্জার এক্সপেরিয়েন্স জোনের কালার কনসাল্টেন্টসহ বার্জার পেইন্টস রাজশাহী শাখার সকল সদস্য।