• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লি‌বিয়া থেকে ফির‌লেন আরও ৭৪ বাংলাদেশি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৬:৫৮ পিএম
লি‌বিয়া থেকে ফির‌লেন আরও ৭৪ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক আরও ৭৪ জন বাংলা‌দে‌শি ঢাকায় ফি♒রেছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা অফিসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন।

ঢাকা অফিসের কর্মকর্তা জানান, লি‌বিয়ার পঞ্চান্ন নম্বর ডি‌টেনশন ক্যাম্প থে&🌠zwnj;কে দ্বিতীয় দফায় ৭৪ জন বাংলা‌দে‌শি সকাল ৮টার দি‌কে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে বুধবার (৯ মার্চ) দিবাগত রা‌তে লি‌বিয়ার বাংলা‌দেশ দূতাবাস জানায়, দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টায় লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের মধ্য থেকে দ্বিতীয় পর্যায়ে আরও ৭৪ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে পাঠানো সম্ভব হয়েছে। আইওএম’র ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে মেতিগা বিমানবন্দর থেকে বুধবার বিকে‌লে তারা ঢাকার উদ্দেশে রওনা ক‌রেন। 
আজ (বৃহস্প‌꧃তিবার) সকা‌লে তারা ঢাকায় পৌঁছা‌বে ব‌লে আশ🅷া করা হ‌চ্ছে।

এছাড়া রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশিদের বিদায় জౠানান। এ সময় ত🧸িনি ফ্লাইটটি পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

গত ৩ মার্চ প্রথম পর্যা‌য়ে লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক ১১৪ জন বাংলা‌দে‌শ🔯ি দে‌শে ফেরত আসেন।

Link copied!