• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিবিয়ানা আকস্মিক বন্ধ, তদন্তে শেভরন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০৬:৫৮ পিএম
বিবিয়ানা আকস্মিক বন্ধ, তদন্তে শেভরন
বিবিয়ানা গ্যাসক্ষেত্র

হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে আকস্মিক কূপ বন্ধ হওয়ার ক🧸ারণ অনুসন্ধানে নেমেছে শ♔েভরন। দেশের সব চেয়ে বেশি উৎপাদনশীল গ্যাসক্ষেত্র বিবিয়ানায় একসঙ্গে ছয়টি কূপ বন্ধ হয়ে যায়। এই বিষয়টিকে বিরল ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে বিবিয়ানা গ্যাসক্ষেত্র আ🦋ংশিক বন্ধ থাকায় আজও গ্যাস নেই রাজধানী ঢাকার বেশিরভাগ এলাಌকায়। রমজানের দ্বিতীয় দিনটিও চরম ভোগান্তির মাঝে পার করছেন রাজধানীবাসী।

সোমবার (৪ এপ্রিল) শেভরনের পক্ষ থেকে বলা হয়েছে, কূপ বন্ধ হয়ে যাওয়ার সঠিক কারণ তারা বুঝতে পারছেন না। বিষয়টি তদন্ত 𝓰করা হচ্ছে।

শেভরন জানিয়েছে, ‘শেভরন বাংলাদেশ’ বিবিয়ানা গ্যাসক্ষেত্রটি পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনতে  কাজ করে যাচ্ছে। এজন্য ইতোমধ্যে পেট্রোবাংলার সঙ্গে আলোচনা করে কর্ম❀সূচি হাতে নেওয়া হয়েছে। 

ইতোমধ্🐷যে একটি কূপ উৎপাদনে এসেছে। আজকের মধ্যে আরও তিনটি উৎপাদনে♕ আসবে বলে আশা করছে শেভরন।

এর আগে রোববার (৩ এপ্রিল) পেট্রোবাংলা সূত্র জানিয়🌃েছিল, বিবিয়ানার ছয়টি কূপ থেকে রবিবার রাতে গ্যাস উত্তোলনের স🌞ময় বালি উঠতে শুরু করে। এ কারণে বন্ধ করে দিতে হয় উৎপাদন। এতে রাতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়।

আবাসিক এলাকায় সাধারণত প্রায় ২৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এখন 🍨সরবরাহ হচ্ছে প্রায় ১৯০০ মিলি🧸য়ন ঘনফুট।

এ বিষয়ে শেভরনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, &💝ldquo;হঠাৎ করে গ্য❀াসের সঙ্গে বালি বা ডাস্ট ওঠার বিষয়টি এখনও আমরা বুঝতে পারছি না। এজন্য আমাদের টিম কাজ করছে। তবে শিগগিরই এর সঠিক কারণ বের করতে পারবো বলে আশা করছি।”

Link copied!