• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিজিএমইএ থেকে রুবানা হকের পদত্যাগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০১:৪৫ পিএম
বিজিএমইএ থেকে রুবানা হকের পদত্যাগ

পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সাবেক 🅰সভাপতি রুবানা হক।

বৃহস্পতিবার রুবানা হক গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন🔯।

গত ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রুবানা হক। নিয়োগের পর থেকে তিনি প🐷দ𒊎ত্যাগের ইচ্ছার কথা জানিয়ে চিঠি দেন।

এদিকে তার জায়গায় পর্ষদে স্থা𓆏ন পেয়ে🌳ছেন ক্রনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরা।

২০২১ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত বিজিএমইএ’র দ্বিবার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি ফারুক হাসানের প্যানেল-সম্মিলিত পরিষদ থেকে প্রার্থী হয়ে পরাজিত হন নীলা হোসনে আরা। বিজিএমইএ’র ও♋য়েবসাইটে বোর্ড অব ডিরেক্টরসের𓂃 তালিকায় রুবানা হকের পরিবর্তে নীলা হোসনে আরার নাম দেখা যাচ্ছে।

এদিকে নির্বাচিত হওয়ার পর কোনো&nbꦚsp;পর্ষদ সভায় অংশ নেননি রুবানা হক। আগের কমিটির সভাপতি রুবানা হক গত নির্বাচনে ফোরাম নামের একটি প্যানেল নিয়ে নির্বাচন করেছিলেন। মোট ৩৫টি পদের মধ্যে তি🍎নিসহ তার প্যানেলের ১১ জন নির্বাচিত হয়েছিলেন। বাকি ২৪টি পদে জিতেছিলেন ফারুক হাসানের নেতৃত্বে সম্মিলিত পরিষদ।

Link copied!