• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পরিবর্তন আসবে, হতাশার কোনো কারণ নেই: ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৩:৪৬ পিএম
পরিবর্তন আসবে, হতাশার কোনো কারণ নেই: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চারিদিকে শ্বাসরཧুদ্ধকর একটা অবস্থা, মানুষ এখন পরিবর্তন চায়। আমি বিশ্বাস করি অবশ্♏যই পরিবর্তন আসবে। হতাশার কোনো কারণ নেই।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁও𓆏য়ে ‘অꦦধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী সংবর্ধনা গ্রন্থ’র প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহাসচিব মির্জা ফখরুল বলেন, “আমি যেহেতু রাজনীতি করি, একটা বড় দলের সঙ্গে সম্পৃক্ত আছি, স্বাভাবিকভাবেই আপনারা আমাকেই জিজ্ঞাসা করবেন কবে এই অবস্থা থেকে  বের হতে পারব। আমি সরাসরি উত্তর দিতে চাই, আমরা অবশ্যꦬই বের হতে পারব। কারণ এ দেশের মানুষ কখনোই পরাজয় বরণ করেনি। পাকিস্তান থেকে শুরু করে, ৬৯’র গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতাযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, মানুষ যখন জেগে উঠেছে তখন অবশ্যই পরিবর্তন হয়েছে। আমি বিশ্বাস করি পরিবর্তন আসবে, হতাশার কোনো কারণ নেই।”

ফখরুল বলেন, “আমাদের সময় শিক্ষকদের একটা সম্মান ছিল। আনোয়ার উল্লাহ সাহেবরা যখন হেঁটে আসতেন, তখন শি﷽ক্ষার্থীরা মাথা নত করে সম্মান জানাতো। এখন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বক্তবဣ্য যখন শুনি তখন লজ্জা হয়। ৫০ বছরে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করলাম যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমার লোক হতে হবে। হয়তো আমার এ কথায় অনেকে কষ্ট পাবেন, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে, আমরা এ রকম একটা ব্যবস্থায় চলে গেছি “

বিএনপির মহাসচিব বলেন, “কিছুক্ষণ আগে একজন সাংবাদিক আমাকে জানালেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের ১৭টি নথি খোয়া গেছে। শাহবাগ থানায় ডায়🌼েরি করা হয়েছে। এই হচ্ছে বর্তমান সরকারের শাসকদের এবং শাসন ব্যবস্থার প্রকৃত চিত্র।”

একটা নয়, প্রত্যেকটি জায়গায় চরম নৈরাজ্য চলছে জা🌺নিয়ে ফখরুল বলেন, “লক্ষ্য একটিই কীভাবে অর্থ উপার্জন করা যায়। মানুষের কল্যাণ, দেশের কল্যাণের দিকে কারও নজর নেই। আমরা করোনার সময় দেখেছি ভয়াবহ অবস্থা, মানুষের আহাজারি, সেই সময় দেখেছি কী করে তারা অর্থ উপার্জন করবেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজির ড্রাইভার ৪০০ কোটি টাকার মালিক। এই যে একটা অবস্থা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৬৯ জনকে এক রাতে নিয়োগ দিলেন, উদ্দেশ্য কিছু উপার্জন করা। এই যে একটা সমাজ আমরা তৈরি করেছি এই সমাজ থেকে ভাল কিছু পাওয়ার আশা করা খুব কঠিন।”

তিনি বলেন, “প্রফেসর আনোয়ার উল্লাহ চৌধুরী সাহেবের কৃতিত্ব সেই জায়গ♒ায় যে এই🍸 দুঃসময়ের মধ্যেও তিনি হতদ্যম হননি। এখানেই তার সফলতা। আমি এই গুনিজনদের অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ তারা এখনও আমাদের আশার আলো দেখান।”

এ সময় বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসার স🍃ভাপতিত্বে൩ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা আনম এহসানুল হক মিলন, ঢাবির সাবেক প্রো-ভিসি প্রফেসর ইউসুফ হায়দার।

এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা সাং🍸ব🔯াদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি সাংবাদিক ও কবি আব্দুল হাই সিকদার।

Link copied!