• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নিউমার্কেটে দোকান খোলার সিদ্ধান্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০৩:৫৫ পিএম
নিউমার্কেটে দোকান খোলার সিদ্ধান্ত

রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দিন বন্ধ থাকার পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলার সিদ্🌳ধান্ত নিয়েছে নিউমার্কেট দোকানমালিক সমিতি। ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ওই এলাকার সব দোকান বন্ধ ছিল।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা ন🥃িউমার্কেটে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দোকান খোলার ঘোষণা দেন ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমি♛নুল ইসলাম শাহিন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নীলক্ষেত-নিউমার্কেট এলাকায় বেলা ৩টা পর্যন্ত সড়কে ব্যবসায়ী-কর্মচারী, শিক্ষার্থীসহ বিবদমান কোনো পক্ষের উপস্থিতি দেখা যায়নি। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। সংবাদ সম্মেলনে জানানো হয় বেলা ৩টা থেকে তারা নিউমার্কেটের সব দোকান খুলে দেওয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো💛🧸 দোকান খুলতে দেখা যায়নি।

নিউমার্কেট এলাকায় সোমবার (১৮ এপ্রিল) রাতের পর𝓡 মঙ্গলবার (১৯ এপ্রিল) দিনভর সংঘর্ষ হয়। ঢাকায় সাম্প্রতিককালে এ ধরনের সংঘর্ষ হয়নি। সংঘর্ষের কারণে মঙ্গলবার প্রায় পুরো দিন র🎃াজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডের সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। তার প্রভাবে আশপাশের সড়ক কার্যত অচল হয়ে যায়। নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার বিপণিবিতানগুলো খোলা সম্ভব হয়নি।

নীল♕ক্ষেত-নিউমার্কেট এলাকওার সড়কে বুধবার সকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক হলেও মার্কেটগুলো খোলেনি।

ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার হারুন অর রশীদ বলেন, নিউমার্কেট এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থী বা ব্যবসায়ী কোনো পক্ষকেই সড়কে দেখা যায়নি। সড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে মার্কেটগুলো এখনো বন্ধ আছে।
 

Link copied!