• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘জাইকা ৬ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিতে পারে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০২:৫৭ পিএম
‘জাইকা ৬ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিতে পারে’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ৬০ কোটি মার্কিন ডলার বাজেট স𒊎হায়তা দেবে বলে আশা করছি।”

সোমবার (২৬ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাই🉐কার আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়া বিদায়ী সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, “যেহেতু আমি সরকারের একটা দায়িত্বে আছি, তাই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতি ডলার সমান ১০০ টাকা ধরে বাংলಞাদেশি মুদ্রায় এই সহায়তার পরিমাণ ছয় হাজার কোটি টাকা।”

নতুন জাইকা প্রতিনিধি ইচিগুচি টমোহাইড এক সপ্তাহ আগে যোগꦓদান করেছেন। তিনিও মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এম এ মান্নান বলেন, “সরকার বাজেট সহায়তা চেয়ে কিছু আভাস দিয়েছে। এটা প্রক্রিয়াধীন। তবে সবারই কিছু আইনকানুন আছে, এগুলো মেনꦉেই কাজ করতে হবে। আমার বিশ্বাস, সব প্রক্রিয়ার হওয়ার পর আমরা বাজেট সহায়তা পাব। আশা করছি, জাইকা আমাদের ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে।”

পরিকল্ܫপনামন্ত্রী বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমরা আরও আগ্রহী। এই খাতে জাইকা কাজ করতে ইচ্ছুক। অবকাঠামো খাতে জাইকা বেশি কাজ করতে চায়। বিশেষ করে আমাদের নৌবন্দর, রেল ও সমুদ্র খাত নিয়ে কাজ করতে চায় সংস্থাটি।”

Link copied!