• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গাড়িচালক মালেকের ৩০ বছরের কারাদণ্ড


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ১২:৩৬ পিএম
গাড়িচালক মালেকের ৩০ বছরের কারাদণ্ড

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের বি🌳রুদ্ধে🔯 ;দুই মামলায় ১৫ বছর করে ৩০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি মালেক আদালতে উপস্থিত ছিল♚েন।

রায়ে আদালত জানান, অস্ত্র আইনের এক ধারায় ১৫ বছর ও আরেক ধারায় তাকে আরও ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দুই ধারার সাজাꦇ একসঙ্গে চলবে।

২০২০ সালের ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়িচালক মালেকের বিরুদ্ধে অস্ত্র আইনে 🦂মামলা করে র‌্যাব-১। চলতি বছরের ১১ জানুয়ারি মালেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রꦫ দেয় পুলিশ।

গত ৪ এপ্রিল মালেকের অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন আদালত। ১৩ জন সাক্ষী ☂আদালতে সাক্ষ্য দেন। গত ১৪ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য ২০ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন আদালত।

আবদুল মালেক স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়িচালক ছিলেন। তিনি ১৯৮২ সালে গাড়িচালক হিসেবে যোগ দেন। বছর চ♉ারেক পর অধিদপ্তরের পরিবহন পুলে যোগ দেন।

র‍্যাব জানায়, আবদুল মালেকের স্ত্রী দুজন। প্রথম স্ত্রী নার্গিস আক্তারের নামে তুরাগ এলাকার দক্ষিণ বামনারপাড়া রমজান মার্কেটের উত্তর পাশে ৬ কাঠা জায়গার উপর ৭ তলার দুটি আবাসিক ভবনে ২৪টি ফ্ল্যাট রয়েছে। ♚এছাড়াও সেখানেই ১০ থেকে ১২ কাঠার আরেকটি প্লট। সেই ভবনেই সপরিবার থাকতেন মালেক। এছাড়াও বড় মেয়ে বেবির নামে দক্ষিণ কামারপাড়ায় ১৫ কাঠা জায়গার উপর ইমন ডেইরি ফার্ম নামের গরুর খামার রয়েছে। 

♍এদিকে হাতিরౠপুলে পৈতৃক সূত্রে পাওয়া সাড়ে ৪ কাঠা জমির উপর ১০তলা ভবন নির্মাণাধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

Link copied!