• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চাকু দিয়ে সোহানকে হত্যা করা হয়: সিআইডি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৫:১৪ পিএম
চাকু দিয়ে সোহানকে হত্যা করা হয়: সিআইডি

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার গাবতলী এলাকায় প্রকাশ্যে মো. সোহান মিয়া (২৩) নামের এক যুবককে হত্যা ক༺রা হয়। এ ঘটনায় প্রধান আসামি মো. ইল্লাল সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১৭ মে) রাতে ডিএমপির খিলগাঁও থানার ত্রিমোহনী ♋🎉এলাকা থেকে ইল্লাল সরদারকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, সোহানের এক আত্মীয়কে মারধর করেন ইল্লাল সরদার। ঘটনা শোনার পর সোহান এ বিষয়ে জানতে ইল্লাল সরদারের কাছে যান। ইল্লাল সরদার ওই বিষয়ে মুখ না খুললে ঘটনাটি বলার জন্🌸য বারবার অনুরোধ করেন সোহান। এতে ইল্লাল সরদার রাগ হয়ে সোহান মিয়াকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। একসময় ধারালো চাকু দিয়ে সোহানের বুকে আঘাত করেন। এতে সোহানের মৃত্ཧযু হয়।

বুধবার (১৮ মে) বেলা ১১টায় রাজধানীর মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সি🤪আইডির বিশেষ পুলিশ সুপ🏅ার (এসএসপি) মুক্তা ধর।

তিনি বলেন, “গত ১৫ মে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন পৌরসভার গাবতলী এলাকায় এক যুবকের ছুরিকাঘাতে মো. সোহান মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় প্রধান আসামি🔜কে গ্রেপ্তার ক🎶রা হয়েছে।”

মুক্তা ধর বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবা🌼দে ইল্লাল সরদার জানায়, কিছুদিন আগে গাবতলী বাজার থেকে দেওয়ানগঞ্জ বাজারে যাওয়া নিয়ে ফকির আলী নামের এক অটোচালকের সঙ্গে তর্ক হলে ইল্লাল সরদার তাকে বেধড়ক মারধর করেন। ময়মনসিংহ শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে মেকানিক্যাল পদে কর্মরত সোহান মিয়া ওই অটোচালকের আত্মীয়।”

ঘটনার বিবরণী জানিয়ে তিনি বলেন, “ঘটনার দিন ১৫ মে বিকেলে সোহান মিয়া তার সঙ্গে অটোচালক ফকির আলী ও স্থান🌳ীয় কয়েকজন ব্যক্তিকে নিয়ে বিষয়টি সমাধানের উদ্দেশ্যে যান। ইল্লাল সরদার এ বিষয়ে মুখ না খুললে তারা ঘটনাটি বলার জন্য বারবার অনুরোধ করেন। একপর্যায়ে ইল্লাল সরদার রাগান্বিত হয়ে নিহত সোহান মিয়াকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। তার সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে সোহানের বুকে আঘাতও করেন। রক্তাক্ত সোহান মাটিতে লুটিয়ে পড়লে আসামি ইল্লাল সরদার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় সোহানকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

꧂এসএসপি মুক্তা ধর আরও বলেন, “গ্রেপ্তার ইল্লাল সরদারের বিরুদ্ধে খুন, চুরি, নারী নির্যাতন, মাদকদ্রব্য ও অন্যান্য ধারার আইনে মোট ৯টি মামলা রয়েছে। সেগুলোর মধ্যে একটি মামলার তদন্ত চলছে। বাকি আটটি মামলা বর্তমানে আদালতে বিচারা🐻ধীন রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।”

Link copied!