বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু🐟 বলেছেন, “আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিয়ম অনুযায়ী আমাদের তিন মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলেই 🌄যথেষ্ট। কিন্তু আমাদের এখনো সাড়ে ৪ মাসের রিজার্ভ আছে।”
শনিবার (১ জু🌼ন) বিকেলে টাঙ্গাইলে শহরের শহীদ🅺 স্মৃতি পৌর উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থনৈতিক চাপের বিষয়ে তুলে ধরে আহসানুল ইসলাম টিটু বলেন, “অর্থনৈতিক চাপ বলতে আমরা চাচ্ছি, আম♏াদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তারা♛ যদি বেশি করে রেমিট্যান্স পাঠান, আমাদের রপ্তানি আয়টা যদি আরেকটু বাড়ে তাহলে আমরা ধীরে ধীরে চাপ থেকে মুক্ত হতে পারব। সবচেয়ে বড় কথা বিদেশি বিনিয়োগ প্রয়োজন।”
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “আমাদের যে আমদানি-রপ্তানির গ্যাপ রয়েছে, এই গ্যাপ পূরণ করতে সরাসরি বিদেশি বিনিয়োগ দরকার। আমরা অনেক দে🅺শ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। ওই বিনিয়োগগুলো চলে এলে আমরা অনেকটা চাপমুক্তভাবে আগের মতো করে আমদানি-রপ্তানি করতে পারব।”
আলুর দাম বাড়ার বিষয়ে আহসান🍌ুল ইসলাম টিটু বলেন, “বিশ্বের ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম। এছাড়াও আসন্ন ঈদে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে।”