• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যেদিন বন্ধ থাকে খলিলের মাংসের দোকান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০২:১৭ পিএম
যেদিন বন্ধ থাকে খলিলের মাংসের দোকান
খলিলের গোস্ত বিতানে ক্রেতাদের ভিড়। ছবি: সংগৃহীত

রোজার প্রথম দিন থেকে প্রতি কেজি গরুর♏ মাংস ৫৯৫ টাকায় বিক্রির ঘোষণা দেন শাহজাহানপু🉐রের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। শুরুর দিন থেকেই ব্যাপক সাড়া পান তিনি; সেদিনই বিক্রির পরিমাণ ছাড়িয়ে যায় অর্ধকোটি টাকা। ছুটির দিনে তার বিক্রি ছাড়ায় কোটি টাকা, আর সে জন্য গরু জবাই করতে হয়েছে ৫০টি।

রোজায় যাতে মানুষ গরুর মাংস খেতে পারেন, সে জন্যಞ প্রতি কেজি মাংস ৫৯৫ টাকায় বিক্রি করছে খলিল গোস্ত বিতান। আর এই মূল্যের কারণে খলিলের মাংসের দোকানে ভিড় করছেন মানুষ। রাজধানীন বিভিন্ন জায়গা 🍸থেকে লোকজন শাহজাহানপুরে এসে খলিল গোস্ত বিতান থেকে মাংস কিনে নিয়ে যান।

তবে সপ্তাহের সাত দিনই মাংস বিক্রি হয় না এখানে। এক দিন বন্ধ রাখা হয়। রোববার সাপ্তাহিক বন্ধ থাকে খলিল গোস্ত বিতান। অনেকে এদিন এসে ফিরে যান। রোববার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল ৭টা থেকে মাংস বিক্রি শুরু হয়, যা একনাগাড়ে ইফতারির পূর্ব মুহূর্ত পর্যন্ত চলে।
ঢাকার মাংসের বা🐓জারে এরই মধ্যে আলোচিত হয়ে উঠেছেন খলিলুর রহমান। গত বছরের শেষ দিকে বাজারে যখন ৭০০-৭৫০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছিল, ত🎉খন তিনি কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!