• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পূজায় জঙ্গি হামলার হুমকি নেই : র‍্যাব ডিজি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০১:২০ পিএম
পূজায় জঙ্গি হামলার হুমকি নেই : র‍্যাব ডিজি

শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্য😼াটালিয়নের (র‌্যাব) নব♑নিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‍্যা♚ব ডিজি।

খুরশীদ হোসে൩ন বলেন, “আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। জঙ্গিদের যেকোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‍্যাবের কমান্ডো টিম ও হেলিকপ্টার প্রস্💝তুত রয়েছে।”

র‌্যাব প্রধান আরও বলেন, “যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ডগ স্কোয়াডকে💯 প্রস্তুত রাখা হয়েছে। পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, র‍্যাব🅰 স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র‍্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।”

র‍্যাব ডিজি আরও জানান, দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন ও গꦕোয়েন্দা নজরদারি বাড়া💛নো হয়েছে।

Link copied!