ঢাকা-৮-এর এলাকাবাসীর নানা সমস্যা নিয়ে সরাসরি তাদের মতামত শুনবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওই আসনের সংসদ স🦂দস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বুধবার (২৭ মার্চ) দুপুর ১টায় কাকরাইলের ব্যাটারি গলির ৮১/১ মনোয়ারা মঞ্জিলের নিচ তলায় তার অফিসে উপস্থিত হয়ে সমস্যা নিয়ে জনগণের সঙ্গে কথা বলবেন তিনি।
নিজেꦑর ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বাহꦐাউদ্দিন নাছিম।
ফেসবুক পোস্টে বাহাউদ্দিন নাছিম বলেন, “ঢাকা-৮-এর সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রেরিত মতামতে অনেকেই আমার সঙ্গে সরাসরি দেখা করে কথা বলতে চেয়েছেন, তাদের জন্য এবং নতুন করে যারা আগ্রহী আছেন তাদের সবার জন্য বুধ꧂বার (২৭ মার্চ) দুপুর ১টায় আমি আমার অফিসে উপস্থিত থাকব ইনশাআল্লাহ।”
বাহাউদ্দিন নাছিম ঢাকা-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার নির্বাচনী এলাকার জনগণের নানা সমস্যা দূর করার লক্ষ্যে www.smartdhaka8.com চালু করেন। এ ওয়েব সাইটের মাধ্যমে তিনি জনগণের নানা সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানের জন্য 🍒কাজ করে যাচ্ছেন।